IND vs ZIM T20 WC LIVE: ৭১ রানে জিম্বাবোয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে সেমিফাইনালে পৌঁছল ভারত
IND vs ZIM T20 World Cup 2022 LIVE Updates: একটি ম্যাচেও একাদশে ছিলেন না পন্থ। দীনেশ কার্তিক আগের সব ম্যাচ খেলেছেন। রান যদিও সেভাবে পাননি। কিন্তু পন্থকে রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হয়েছে।
১১৫ রানেই শেষ জিম্বাবোয়ের ইনিংস। শেষ উইকেটটি পেলেন অক্ষর। ৭১ রানে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া।
১১১ রানে নবম উইকেট হারাল জিম্বাবোয়ে। ৩৪ রান করে আউট হলেন সিকান্দার রাজা। দ্বিতীয় সাফল্য পেলেন হার্দিক। ভারতের জয় এখন কার্যত সময়ের অপেক্ষা।
ম্যাচে নিজের শেষ ওভারে জোড়া সাফল্য পেলেন রবিচন্দ্রন অশ্বিন। ১৬ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ১০৬/৮। ম্যাচে মোট তিন উইকেট নিলেন অশ্বিন।
রায়ান বার্লের লড়াকু ৩৫ রানের ইনিংসের সমাপ্তি ঘটল। ১৪ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৯৬/৬।
ইনিংসের মাঝপথে জিম্বাবোয়ের স্কোর ৫৯/৫।
তিন ওভারে তিন উইকেট। মাত্র ৩৬ রানে পাঁচ উইকেট হারিয়ে বিরাট চাপে জিম্বাবোয়ে। ম্যাচে দ্বিতীয় সাফল্য পেলেন শামি।
পাওয়ার প্লের শেষ বলে সন উইলিয়ামসকে সাজঘরে ফেরান শামি। পরের ওভারেই ক্রেগ আর্ভাইন ফেরালেন হার্দিক। ৭ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৩২/৪।
দ্বিতীয় ওভারে ধাক্কা অর্শদীপ সিংহের। তাঁর বলে রেগিস চাকাভা কোনও রান না করে বোল্ড হয়ে গেলেন। জিম্বাবোয়ের স্কোর ২/২।
প্রথম বলেই ধাক্কা। ভুবনেশ্বর কুমারের বলে কোনও রান না করে ফিরলেন ওয়েসলি মাধেভেরে। শর্ট এক্সট্রা কভারে ঝাঁপিয়ে পড়ে দুরন্ত ক্যাচ নিলেন বিরাট কোহলি।
১৮ বলে ১৮ রান করে ফিরলেন হার্দিক। ২৩ বলে হাফসেঞ্চুরি করলেন সূর্যকুমার। ভারত তুলল ১৮৬/৫।
ঝোড়ো ব্যাটিং সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ড্যর। ১৯ ওভারের শেষে ভারতের স্কোর ১৬৫/৪।
দলে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না ঋষভ পন্থ। মাত্র ৩ রানে প্যাভিলিয়নে ফিরলেন তিনি।
অর্ধশতরানের পরই ফিরলেন রাহুল।
আউট বিরাট কোহলি। ২৬ রানে ক্যাচ আউট হয়ে ফিরলেন তিনি।
পাওয়ার প্লে শেষ ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বোর্ডে ৪৬ তুলে নিল ভারত।
ভারতের প্রথম উইকেটের পতন, আউট রোহিত শর্মা।
নেদারল্যান্ডস এদিন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়ায় সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় ভারতের।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। কার্তিকের বদলে একাদশে পন্থ।
প্রেক্ষাপট
মেলবোর্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২-তে নিজেদের শেষ ম্যাচে আজ জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এদিনের প্রথম ম্য়াচে নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়ায় টিম ইন্ডিয়ার সেমিতে পৌঁছনো নিশ্চিত হয়ে গিয়েছে। মেলবোর্নে ভারতীয় সময় দুপুর ১.৩০টায় ম্যাচ হবে। আজ জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় একাদশে কি কোনও বদল হতে পারে?
কার্তিকের বদলে ফিরতে পারেন পন্থ
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত একটি ম্যাচেও একাদশে ছিলেন না পন্থ। দীনেশ কার্তিক আগের সব ম্যাচ খেলেছেন। রান যদিও সেভাবে পাননি। কিন্তু পন্থকে রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হয়েছে। এই পরিস্থিতিতে যেহেতু নিয়মরক্ষার ম্যাচ তাই পন্থকে একবার সুযোগ দেওয়া হতেই পারে। কার্তিককে যদি একান্তই বসানো না হয়, তবে একজন অতিরিক্ত ব্যাটার হিসেবেও পন্থকে খেলানো হতে পারে। সেক্ষেত্রে অক্ষর পটেলের জায়গায় খেলানো হবে দিল্লির তরুণকে।
কেমন থাকবে মেলবোর্নের আবহাওয়া?
এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৪টি খেলায় বৃষ্টি তাল কেটেছে। তার মধ্যে তিনটি ম্যাচে কোনও বলই খেলানো সম্ভব হয়নি। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। প্রায় ২৯ শতাংশ মেঘলা আকাশ থাকবে। ৭১ শতাংশ আর্দ্রতা থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -