মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই হেরে গেল ভারত (IND W vs ENG W)। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতকে ৩৮ রানে হারাল ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল। সেই সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়েও গেল ইংল্যান্ড।
বাংলা ক্রিকেটের জন্য স্মরণীয় হয়ে থাকবে বুধবার দিনটি। কারণ, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে পা রাখলেন সাইকা ইশাক (Saika Ishaque)। বাংলার ক্রিকেটারের অভিষেক হল ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে ভারতীয় মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচেই। বুধবার ম্যাচ শুরুর আগে সাইকার হাতে ভারতীয় দলের (Indian Womens Cricket Team) ক্যাপ তুলে দেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। দৃশ্যতই রোমাঞ্চিত দেখিয়েছে বাংলার তারুণীকে। সাইকার সঙ্গেই এদিন অভিষেক হল কর্নাটকের শ্রেয়াঙ্কা পাটিলের।
তবে অভিষেক ম্যাচ থেকে খুব একটা সুখস্মৃতি নিয়ে ফিরতে পারলেন না বঙ্গ তনয়া। বল হাতে তিনি বিধ্বংসী ড্যানি ওয়াটকে ফেরান। তাঁর বলে ওয়াটকে স্টাম্প করেন আর এক বঙ্গকন্যা, উইকেটকিপার রিচা ঘোষ। সব মিলিয়ে ৪ ওভারে ৩৮ রান খরচ করে এক উইকেট নেন সাইকা। তবে ভারত ম্যাচ হেরে যাওয়ায় আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ম্যাচেই তিক্ত স্মৃতি নিয়ে মাঠ ছাড়তে হল সাইকাকে।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথম ওভারেই পরপর দুই বলে ইংরেজ ওপেনার সোফিয়া ডাঙ্কলি ও তিন নম্বরে নামা অ্যালিস ক্যাপসিকে ফিরিয়ে জোরাল ধাক্কা দেন রেণুকা সিংহ। তবে ২/২ হয়ে যাওয়া ইনিংসের হাল ধরেন ড্যানি ওয়াট ও ন্যাট স্কিভার ব্রান্ট। তৃতীয় উইকেটে ১৩৮ রান যোগ করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তাঁরা। ওয়াট ৪৭ বলে ৭৫ রান করেন। ন্যাট স্কিভার ব্রান্ট ৫৩ বলে ৭৭ রান করেন। রেণুকা ২৭ রানে ৩ উইকেট নেন। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ১৯৭/৬।
জবাবে ব্যাট করতে নেমে শেফালি বর্মা আগ্রাসী ব্যাটিং করেন। ৪২ বলে ৫২ রান করেন তিনি। শেফালি ছাড়া রান পেয়েছেন হরমনপ্রীত (২১ বলে ২৬) ও রিচা (১৬ বলে ২১ রান)। সিরিজে ০-১ পিছিয়ে গেল ভারত।
আরও পড়ুন: যতদিন না হাঁটাচলা বন্ধ হচ্ছে, আইপিএল খেলে যাব, ঘোষণা ম্যাক্সওয়েলের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।