লন্ডন: টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত ভারতের। দ্য ওভালে তিন শতাধিক রানের গণ্ডি পেরিয়ে অস্ট্রেলিয়ার সামনে বড় স্কোর রাখল ভারত। সৌজন্যে শিখর ধবনের শতরান, কোহলির অর্ধশতরান এবং হার্দিকের বিধ্বংসী ইনিংস।
রোদ ঝলমলে আকাশ। তাপমাত্রা ১৭ ডিগ্রি। ওভালের উইকেট দেখে সচিন রমেশ তেন্ডুলকর বলছিলেন, বাড়ির কার্পেটের মতো দেখাচ্ছে। এখানে টেনিস বাউন্স দেখা যেতে পারে। অর্থাৎ গুড লেন্থ থেকে বল বুকে আসবে। আর সেটা হলে বাঁ হাতি স্পিডস্টার মিচেল স্টার্ক এবং কামিন্সকে সামালানো মুশকিল হয়ে যাবে ভারতীয় ব্যাটসম্যানদের। এই পরিস্থিতিতে টসে জিতে হয়ত প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেবেন বিরাট কোহলি। এই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিয়ে বিরাট টস জিতে ব্যাট নিলেন এবং জানালেন, ওভালে আগেও খেলা হয়েছে। এই উইকেট আগেই ব্যবহার হওয়ার ফলে স্যাঁতস্যাঁতে ভাব নেই। হার্ড উইকেটের কারণেই তাঁরা প্রথম ব্যাটিং করবে। একই কথা বলেন অ্যারন ফিঞ্চও।
খেলা শুরুর প্রথম দশ ওভারের পর বিরাটের সিদ্ধান্তকেই সঠিক প্রমাণ করে দেন দুই ওপেনার শিখর ও রোহিত। শুরুর দিকে সুইং ও বাউন্স না পাওয়ায় তেমন একটা সুবিধা করতে পারেননি অজি বোলাররা। উল্টো দিকে ক্রিজে জমে গিয়ে নিজেদের স্বভাবোচিত ক্রিকেট খেলতে শুরু করেন রোহিত, ধবন। দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর এদিনও রান পান রোহিত (৫৭)। শতরান করেন শিখর ধবন (১১৭)। এটি শিখরের ওয়ানডে কেরিয়ারের ১৬তম শতরান।
প্রথম উইকেটে একশো রানের পার্টনারশিপের পর থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় ভারতীয় ব্যাটসম্যানরা। অল্পের জন্য শতরান হাতছাড়া হলেও ওভালে রোহিত, ধবনের মতো আকর্ষণীয় ইনিংস খেললেন অধিনায়ক বিরাট কোহলিও (৮২)।
এদিন নম্বর চারে রাহুলের পরিবর্তে তুলে আনা হয় হার্দিককে। আর সুযোগ পেয়েই ওভালে চার ছক্কার বন্যা বইয়ে দেন এই তারকা অলরাউন্ডার। ২৭ বলে ৪৮ রানের ইনিংস খেলে ভারতেকে শক্ত ভিতে পৌঁছে দেন হার্দিক। শেষ ৫ ওভারে ভারত তোলে ৫৯ রান। যার সুবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৫৩ রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত। শেষ ওভারে ২টি উইকেট পান স্টোইনিস। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ১টি করে উইকেট পান কামিন্স, স্টার্ক, কুল্টার নাইল।