লন্ডন: দেড়শো কিলোমিটার প্রতি ঘণ্টা, এই গতিতে ধারাবাহিকভাবে বল করতে পারেন অস্ট্রেলীয় স্পিডস্টার মিচেল স্টার্ক। এই তথ্য এখন বিশ্বের সমস্ত ক্রিকেট প্রেমীদেরই কম বেশি জানা আছে।  স্টার্কের বিধ্বংসী গতি যে বিপক্ষের হারে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে, এবিষয়েও কম বেশি লেখালেখি হয়েছে সংবাদমাধ্যমে এবং হচ্ছেও। তবে এই বিশ্বকাপে এমনটা প্রথমবার হচ্ছে, যেখানে আলোচনার বিষয় হয়ে উঠেছে কোনও ব্যাটসম্যানের ব্যাট স্পিড। সৌজন্যে, বেঙ্গালুরুর একটি কোম্পানি নির্মিত সেন্সর যার পোশাকি নাম ‘ব্যাট সেন্স’ এবং অবশ্যই ডেভিড ওয়ার্নার।


ওভালে ভারতের বিরুদ্ধে নামার আগে প্র্যাক্টিসে ব্যাটে সেন্সর লাগিয়ে ব্যাট করতে দেখা গেল অজি তারকা ডেভিড ওয়ার্নারকে। যেখানে দেখা যাচ্ছে এই বাঁ হাতি তারকার ব্যাট স্পিড ঘণ্টায় ৭৯ কিলোমিটার। সংশ্লিষ্টমহলের মতে, বিপক্ষের মনে আতঙ্ক তৈরি করতেই এই কৌশল নিয়েছেন অজি তারকা।


২০১৭ সালেই ব্যাটে সেন্সর ব্যবহারের অনুমতি দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তবে বছর ২ পেরিয়ে গেলেও আন্তর্জতিক ম্যাচে এখনও পর্যন্ত কোনও ক্রিকেটারকে সেই সেন্সর ব্যবহার করতে দেখা যায়নি। প্র্যাক্টিসে সেন্সর ব্যবহার করলেও ভারতের বিরুদ্ধে ম্যাচে ওয়ার্নারের ব্যাটে সেই সেন্সর থাকবে কিনা, তা নিয়েও ধন্দ রয়েছে।


তবে ওই সেন্সরের দৌলতে যে তথ্য সামনে এসেছে তা সত্যিই যে কোনও বোলারের মনে আতঙ্ক তৈরি করে দেওয়ার জন্য যথেষ্ট। ব্যাট স্পিড তো বটেই এই সেন্সরের সাহায্যে একই সঙ্গে ব্যাটসম্যানের পাওয়ার, অ্যাঙ্গেল, ব্যাক লিফট ইত্যাদি সমস্ত তথ্যই পাওয়া যায়। আধুনিক ক্রিকেটে ইতিমধ্যেই অনেক কোচই তাদের দলের ব্যাটসম্যানের খেলার উন্নতির জন্য এই সেন্সর ব্যবহার করছে। এরফলে কোনও ভুলত্রুটি থাকলে তা সংশোধনের উপায়  আরও সহজ হচ্ছে তাদের জন্য।