India A vs Pakistan A Final LIVE: ২২৪ রানেই অল আউট ভারত, ১২৮ রানে ম্যাচ জিতে খেতাব জিতল পাকিস্তান 'এ'

IND A vs PAK A Emerging Asia Cup 2023 Final LIVE: অন্যদিকে পাকিস্তান দলেও প্রচুর তরুণ প্রতিভা রয়েছে। পিএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে অনেকর। যা ফাইনালে তাঁদের কাজে লাগবে।

ABP Ananda Last Updated: 23 Jul 2023 09:18 PM

প্রেক্ষাপট

এমার্জিং এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ২২ গজে ২ চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। মাঠে নামার আগে কিছুটা হলেও এগিয়ে রয়েছে ভারতীয় দল। কারণ গ্রুপ লিগে...More

IND A vs PAK A Live Updates: পরাজিত ভারত

ভারতের ২২৪ রানেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস। ১২৮ রানে জিতল পাকিস্তান।