India A vs Pakistan A Final LIVE: ২২৪ রানেই অল আউট ভারত, ১২৮ রানে ম্যাচ জিতে খেতাব জিতল পাকিস্তান 'এ'

IND A vs PAK A Emerging Asia Cup 2023 Final LIVE: অন্যদিকে পাকিস্তান দলেও প্রচুর তরুণ প্রতিভা রয়েছে। পিএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে অনেকর। যা ফাইনালে তাঁদের কাজে লাগবে।

ABP Ananda Last Updated: 23 Jul 2023 09:18 PM
IND A vs PAK A Live Updates: পরাজিত ভারত

ভারতের ২২৪ রানেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস। ১২৮ রানে জিতল পাকিস্তান।

IND A vs PAK A Live: নবম উইকেটের পতন

১১ রানে আউট হলে রাজবর্ধন হাঙ্গারগেকর। নবম উইকেট হারাল ভারত 'এ' দল। নো বল চেক করতে তৃতীয় আম্পায়ার দীর্ঘ সময় নিলেও, শেষমেশ হাঙ্গারগেকরকে আউটই দেওয়া হয়। ৩৭ ওভার শেষে ভারতের স্কোর ২১২/৯।

IND A vs PAK A Live Updates: সপ্তম উইকেটের পতন

১৩ রানে আউট হলেন হর্ষিত রানা। ১৯৪ রানে অষ্টম উইকেট হারিয়ে ফেলল ভারত। পরাজয়ের দিকে এগোচ্ছে ভারত 'এ'।

IND A vs PAK A Live: বিপাকে ভারত

ষষ্ঠ উইকেট হারিয়ে ফেলল ভারত। ৯ রানে সাজঘরে ফিরলেন ধ্রুব জুরেল। ২৯ ওভার শেষে ভারতের স্কোর ১৭৯/৬।

IND A vs PAK A Live Updates: নিশান্ত সিন্ধু আউট

চোখধাঁধানো ক্যাচ ধরলেন মুবাসির খান। ১০ রানেই সাজঘরে ফিরতে হল নিশান্ত সিন্ধুকে। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ১৫৭/৪। অধিনায়ক ধুল আপাতত ৩৮ রানে ব্যাট করছেন।

IND A vs PAK A Live: অভিষেকের ইনিংসের সমাপ্তি

ছক্কা হাঁকানোর পরের বলেই ফের একবার বড় শট খেলতে গিয়ে সাজঘরে ফিরলেন অভিষেক শর্মা। ৫১ বলে ৬১ রান করে আউট হন তিনি। তাঁর ও ধুলের অর্ধশতরানের পার্টনারশিপও ভাঙল। ১৩২ রানে তৃতীয় উইকেট হারাল ভারত। 

IND A vs PAK A Live Updates: অর্ধশতরান হাঁকালেন অভিষেক

ব্যাট হাতে বেশ ছন্দেই রয়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। ৪৪ বলে অর্ধশতরানের গণ্ডি পার করলেন তিনি। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ১০৩/২। অপরপ্রান্তে যশ ধুল ৫ রানে ব্যাট করছেন।

IND A vs PAK A Live: দ্বিতীয় উইকেটের পতন

১১ রানে আউট হলেন নিকিন জোসে। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৮২/২। ক্রিজে নতুন ব্যাটার ভারতীয় অধিনায়ক যশ ধুল।

IND A vs PAK A Live Updates: ২ ওভারে ভারতের স্কোর ১০

বড় রান তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনার সাই সুদর্শন ও অভিষেক শর্মা শুরুটা মন্দ করেননি। ২ ওভার শেষে ভারতের স্কোর ১০।

IND A vs PAK A Live: ৩৫৩ রানের টার্গেট

ভারতের সামনে এমার্জিং এশিয়া কাপের খেতাব জিততে ৩৫৩ রানের বড় লক্ষ্য। ভারতের হয়ে হাঙ্গারগেকর ও পরাগ দু'টি উইকেট নিয়েছেন। ৫০ ওভারে পাকিস্তান তুলল ৩৫২/৮।

IND A vs PAK A Live Updates: রানার প্রথম সাফল্য

ইনিংসের প্রথম সাফল্য পেলেন হর্ষিত রানা। ৪৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩৩৫/৮। মেহরান মুমতাজকে ১৩ রানে সাজঘরে ফেরত পাঠালেন রানা। 

IND A vs PAK A Live: তাহিরের ইনিংসের সমাপ্তি

তাহিরের বিধ্বংসী ইনিংসে অবশেষে ইতি টানলেন হাঙ্গারগেকর। ৭১ বলে ১০৮ রান করে সাজঘরে ফিরলেন তিনি। ৪৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩১৪/৬।  

IND A vs PAK A Live Updates: তাহিরের শতরান

লিস্ট এ ক্রিকেটে চতুর্থ শতরান হাঁকালেন তাহির। ছক্কা মেরেই নিজের শতরান পূর্ণ করলেন তিনি। ৪৪ ওভারে ৩০০ রানের গণ্ডি পার করে ফেলল পাকিস্তান। ৪৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩০৫/৫। 

IND A vs PAK A Live: ছন্দে তাহির

দুরন্ত ছন্দে তাহির। মাত্র ৪২ নবে নিজের অর্ধশতরান পূরণ করলেন তিনি। মুবাসিরের সঙ্গে ইতিমধ্যেই ষষ্ঠ উইকেটে ৫০ রানের পার্টনারশিপও গড়ে ফেলেছেন তিনি। ৩৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২৪০/৫।

IND A vs PAK A Live Updates: দু'শো রানের গণ্ডি পার করল পাকিস্তান

৩৪তম ওভারে দু'শো রানের গণ্ডি পার করল পাকিস্তান ক্রিকেট দল। পাক 'এ' দলের হয়ে তাউব তাহির ২৯ ও মুবাসির খান চার রানে ব্যাট করছেন। 

IND A vs PAK A Live: হ্যারিস আউট

দুই ওভারে তৃতীয় সাফল্য ভারতের। এবার মহম্মদ হ্যারিসকে দুই রানে সাজঘরে ফেরালেন নিশান্ত সিন্ধু। ২৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১৮৭/৫।

IND A vs PAK A Live Updates: যুগ্ম সাফল্য

পরপর দুই বলে দুই সাফল্য, উমরের পর কাসিম আক্রমকেও শূন্য রানে সাজঘরে ফেরালেন রিয়ান পরাগ।

IND A vs PAK A Live: দুরন্ত ক্যাচ

নিজের দ্বিতীয় ওভারেই নিজের বোলিংয়ে দুরন্ত ক্যাচ ধরলেন রিয়ান পরাগ। ৩৫ রানে ব্যাট করা সেট উমর ইউসুফকে সাজঘরে ফেরত পাঠালেন তিনি। ১৮৩ রানে তৃতীয় উইকেট হারাল পাকিস্তান। 

প্রেক্ষাপট

এমার্জিং এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ২২ গজে ২ চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। মাঠে নামার আগে কিছুটা হলেও এগিয়ে রয়েছে ভারতীয় দল। কারণ গ্রুপ লিগে তারা পাকিস্তানকে একবার হারিয়ে এসেছে। বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালে জয় ছিনিয়ে নিয়েছিল যশ ধূলের দল। প্রথমে ব্যাট করে ভারত ২১১ রানে অল আউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে ১৬০ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের ২ স্পিনার নিশান্ত সিন্দু ও মানব সুথারের সামনে একেবারেই মাথা তুলে দাঁড়াতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। সেই ম্যাচে ভারত অধিনায়ক যশ ধূলের ব্য়াট থেকে এসেছিল ৬৬ রানের ইনিংস। 



অন্যদিকে পাকিস্তান দলেও প্রচুর তরুণ প্রতিভা রয়েছে। পিএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে অনেকর। যা ফাইনালে তাঁদের কাজে লাগবে। অলরাউন্ডার মহম্মদ ওয়াসিম, অধিনায়ক মহম্মদ হ্যারিস, শাহিবজাদা ফারহান, আর্শাদ ইকবাল প্রত্যেকেরই আন্তর্জাতিক ম্যাচ খেলার যােগ্যতা রয়েছে। আবার ভারত এ দলের অধিনায়ক যশ ধূল সহ রিয়ান পরাগ, অভিষেক শর্মা, সাই সুদর্শন, হাঙ্গারগেকরের মত তরুণদের আইপিএলের মঞ্চে ধারাবাহিকভাবে খেলার অভিজ্ঞতা রয়েছে।


এর আগে ২০১৩ সালে প্রথমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এ। কিন্তু পরের তিনবার খেতাব ঘরে তুলতে পারেনি তারা। একবার ফাইনালে উঠেও শ্রীলঙ্কার বিরুদ্ধে হারতে হয়েছিল ভারত এ দলকে। সেই নিরিখে এবার সুযোগ রয়েছে অভিষেক শর্মা, সাই সুদর্শনদের সামনে। 


টুর্নামেন্টের একমাত্র যশ ধুলরাই এখনও পর্যন্ত অপরাজিত রয়েছেন। তিন ম্যাচেই সংযুক্ত আরব আমিরশাহি 'এ', নেপাল এবং পাকিস্তান 'এ' দলের বিরুদ্ধে রান তাড়া করে ম্যাচ জেতে ভারতীয় দল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.