এই প্রথম অনলাইনে দাবা অলিম্পিয়াড আয়োজন করে আন্তর্জাতিক দাবা ফেডারেশন (ফিডে)। করোনা অতিমারীর জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফাইনালে প্রথম রাউন্ড শেষ হয় ৩-৩ ফলে। দ্বিতীয় রাউন্ডে ৪.৫-১.৫ ফলে জয় পায় রাশিয়া। ভারত তীব্র প্রতিবাদ জানায়। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণেই নিহাল ও দিব্যা হেরে গিয়েছেন। ভারতের প্রতিবাদের জেরে সিদ্ধান্ত বদল করা হয়।
ফিডে-র পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়, ‘ভারত ও রাশিয়া দু’দেশকেই দাবা অলিম্পিয়াডের সোনার পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এরপর বিশ্বনাথন আনন্দ ট্যুইট করেন, ‘আমরা চ্যাম্পিয়ন!! রাশিয়াকে অভিনন্দন!’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ট্যুইট করে ভারতীয় দলকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও ট্যুইট করে ভারতীয় দলকে অভিনন্দন জানান।