রায়নাকে সিএসকে-র ‘স্টার’ এবং ‘হার্টবিট’ হিসেবে উল্লেখ করে ওয়াটসন বলেন, তোমার সব সমস্যা ঠিকঠাক মিটে যাক এটাই চাই। বিশ্বের করোনা আবহ সম্পর্কে অস্ট্রেলিয় ক্রিকেটার বলেন, আমরা যে পৃথিবীতে বাস করি তা সদা পরিবর্তনশীল। এরই মধ্যে আইপিএল-ও শুরু হয়ে যাচ্ছে। সমস্ত খেলোয়ার, ফ্যান, আয়োজক সকলে বলবো. সব কিছুই করুন কিন্তু সতর্কতা অবলম্বন করতে যেন একেবারেই ভুলবেন না।সকলে সুস্থ থাকুন। আইপিএল-ও এগিয়ে চলুক। সিএসকে-র ‘স্টার’, ‘হার্টবিট’ রায়না ফিরে যাওয়ায় আক্ষেপ ওয়াটসনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Aug 2020 10:15 PM (IST)
ট্যুইট করে জানিয়েছেন, আজ সকালে উঠেই শুনলাম ব্যক্তিগত কারণে বাড়ি ফিরে যাচ্ছে রায়না। তোমার টুর্নামেন্ট না খেলতে পারার খবরে খুব খারাপ লাগছে সুরেশ। সিএসকে এ বছর তোমায় খুব মিস করবে।
নয়াদিল্লি: আইপিএল শুরু হতে আর সপ্তাহ তিনেক বাকি। আর এই সময়ে ব্যক্তিগত কারণে সংযুক্ত আরব আমিরশাহি থেকে বাড়ি ফিরে এলেন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) স্টার ব্যাটসম্যান সুরেশ রায়না। এই ঘটনায় দলের ওপেনার শ্যেন ওয়াটসন জানিয়েছেন, আগামী সিজনে তিনি রায়নাকে ভীষণভাবেই মিস করবেন। গত ১৫ অগস্ট ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অবসর গ্রহণ করার কথা জানানোর কয়েক ঘন্টার মধ্যেই রায়নাও জানিয়ে দেন তিনিও অবসর নিচ্ছেন। রায়না আন্তর্জাতিক ক্রিকেট থেকে এত তাড়াতাড়ি অবসরের সিদ্ধান্ত নেওয়ায় এমনিতেই ভালো লাগেনি ওয়াটসনের। আর এবার টুর্নামেন্টে রায়নার না থাকায় আরও হতাশ তিনি। ট্যুইট করে জানিয়েছেন, আজ সকালে উঠেই শুনলাম ব্যক্তিগত কারণে বাড়ি ফিরে যাচ্ছে রায়না। তোমার টুর্নামেন্ট না খেলতে পারার খবরে খুব খারাপ লাগছে সুরেশ। সিএসকে এ বছর তোমায় খুব মিস করবে।