তিরুবনন্তপুরম: আগামী বিশ্বকাপে ফেভারিট হিসেবে অভিযান শুরু করবে ভারত। তার আগে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড় বললেন, সঠিক সময়েই টিম কোহলির পারফরম্যান্সের গ্রাফ ঊর্দ্ধমুখী হচ্ছে এবং আগামী কয়েক মাসে তা তুঙ্গে পৌঁছবে।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতেছে ভারত। এই মুহূর্তে ভারতীয় দলের মনোবল তুঙ্গে। আগামী ৩০ মে বিশ্বকাপ শুরু হচ্ছে।
ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সিরিজ ভারত এ দল ৪-১ জেতার পর দ্রাবিড় বলেছেন, আমার মনে হয়, ভারত এখন দারুণ ক্রিকেট খেলছে এবং বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবেই নামবে। আশা করছি, দলের পারফরম্যান্স আগামী কয়েকমাসে তুঙ্গে পৌঁছবে।
১৯৯৯-এ ইংল্যান্ড বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী (৪৬১) ব্যাটসম্যান ছিলেন দ্রাবিড়। তিনি অবশ্য এ ব্যাপারে কোনও তুলনার পক্ষপাতী নন। দ্রাবিড় বলেছেন, দুটি বিশ্বকাপের মধ্যে তুলনা করা উচিত নয়। কারণ, দুটি ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন।
গত দুই দশকে পরিস্থিতি কতটা বদলে গিয়েছে, তার উল্লেখ করে দ্রাবিড় বলেছেন, ইংল্যান্ডে উইকেট ফ্ল্যাট হবে এবং এবারের বিশ্বকাপে প্রচুর রান হবে বলে আশা করছি। এ টিম নিয়ে যখন ইংল্যান্ডে খেলেছিলাম, তখন নিয়মিত ৩০০ রান হত।
দ্রাবিড় বলেছেন, ১৯৯৯-এর তুলনায় এবার বেশি রান হবে। ওই বিশ্বকাপে ডিউকস সাদা বলে খেলা হয়েছিল। এবার দুটি সাদা কোকাবুরা বলে খেলা হবে, সঙ্গে থাকছে সংশোধিত ফিল্ডিং সংক্রান্ত নিয়ম (ভিন্ন পাওয়ার প্লে)। তাই দুটি বিশ্বকাপের তুলনা ঠিক নয়।