নয়াদিল্লি: ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কাড়ার পর গতকাল বৃহস্পতিবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তরুণ ব্যাটসম্যান শুবমান গিলের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ ম্যাচে অভিষেক হয়েছে তাঁর। তবে ভারতের অনূর্ধ ১৯ বিশ্বকাপজয়ী দলের তারকা ক্রিকেটার প্রথম ম্যাচে সফল হতে পারেননি। ২১ বল খেলে ৯ রান করে আউট হয়ে যান তিনি।
অভিষেক ম্যাচে বড় রান করতে না পারলেও কিউই বোলারদের যেভাবে মোকাবিলা তিনি করেছেন, তা বিশেষজ্ঞদের তারিফ আদায় করে নিয়েছে। গতকালের ম্যাচে কিউই বোলারদের দাপটে অল্পরানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।
এরইমধ্যে শুবমানকে নিয়ে ধৈর্য অবলম্বনের পরামর্শ দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর। তিনি বলেছেন,শুবমান ভবিষ্যতের ক্রিকেটার এবং ভারতীয় দলকে ওর সম্পর্কে ধৈর্য ধরতে হবে।
গাওস্কর বলেছেন, যেটুকু সময় ও ক্রিজে ছিল ওকে কিছুটা নার্ভাস লেগেছে। দেশের হয়ে প্রথমবার খেললে এমন হওয়াটা একেবারেই স্বাভাবিক। এরপরও বোল্ট যখন বোলিং করছিল, ও বলের লাইনে গিয়ে খেলতে পেরেছিল। একটা শর্ট বল ওর হেলমেটেও লেগেছে। আমার মনে হয়, ওর ভবিষ্যত রয়েছে। ওর সম্পর্কে ধৈর্য্য ধরতে হবে।
শুবমান কয়েকটা ভালো শট খেলেছেন এবং একটা বাউন্ডারিও পেয়েছিলেন। বোল্টের একটা দুরন্ত বলে আউট হন তিনি।