নয়াদিল্লি: এশিয়া কাপে খেলবেন না ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ওয়ার্কলোডের কথা মাথায় রেখে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। এশিয়া কাপের পরেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলে অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারতীয় দল। তার আগে দলের সেরা খেলোয়াড়দের প্রয়োজনীয় বিশ্রাম দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক এম এস কে প্রসাদ।
বিরাট না থাকলেও, এশিয়া কাপে ভারতীয় দলকে মোটেই দুর্বল বলা যাবে না। অধিনায়ক নির্বাচিত হওয়া রোহিত শর্মা, শিখর ধবন, মণীশ পাণ্ডে, লোকেশ রাহুল, কেদার যাদব, অম্বাতি রায়াডু, মহেন্দ্র সিংহ ধোনিরা আছেন। এছাড়া অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যও দলে আছেন। বোলিং বিভাগে আছেন অক্ষর পটেল, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, চোট সারিয়ে দলে ফেরা ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ ও শার্দুল ঠাকুর। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই অভিজ্ঞতা ও তারুণ্যের ভারসাম্য আছে। রোহিতকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন ধোনি।
ইয়ো ইয়ো টেস্টে পাশ করতে না পারায় ইংল্যান্ড সফরের দলে সুযোগ পাননি রায়াডু। তবে এবার তিনি ফিটনেসের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সম্প্রতি ভারতীয় এ দলের হয়ে কোয়াড্র্যাংগুলার সিরিজে ভাল পারফরম্যান্সও দেখান এই ব্যাটসম্যান। রাজস্থানের বাঁ হাতি পেসার খলিল এই প্রথম ভারতীয় দলে সুযোগ পেলেন। আগামী বছরের বিশ্বকাপের আগে ২৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারতীয় দল। এই ম্যাচগুলিতে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিশ্বকাপের দল চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন প্রসাদ।
এবারের এশিয়া কাপ শুরু হচ্ছে ১৫ সেপ্টেম্বর থেকে। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ভারতের প্রথম ম্যাচ ১৮ তারিখ। প্রতিপক্ষ যোগ্যতা অর্জন করা দল। পরের দিনই ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। দু’দলই ফাইনালে উঠলে এই প্রতিযোগিতায় তিনবার মুখোমুখি হতে পারে।
এশিয়া কাপে কেমন হল বিরাটহীন ভারতীয় দল?
Web Desk, ABP Ananda
Updated at:
01 Sep 2018 04:44 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -