মেলবোর্ন: করোনা আবহে খুব শীঘ্রই শুরু হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ। করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পর ভারত অস্ট্রেলিয়া সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ফের শুরু করতে চলেছে। ২৭ নভেম্বর সিরিজ শুরু। অস্ট্রেলিয়ায় ৫০ ওভার, টি ২০ ও টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত। ভারত ইতিমধ্যেই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। কিন্তু অস্ট্রেলিয়া তাদের খেলোয়াড়দের নিয়ে সংশয়ে রয়েছে এবং স্কোয়াডে বদল করছে। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও প্যাট কামিন্স ভারতের বিরুদ্ধে সবকটি ম্যাচ খেলছেন না বলেই জানা গেছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা ইঙ্গিত দিয়েছেন যে, গাওস্কর-বর্ডার ট্রফির পুণর্দখলই তাদের লক্ষ্য। এ জন্য সম্ভবত দলের প্রথমসারির তিন ক্রিকেটারকে টেস্ট সিরিজের আগে কয়েকটি ম্যাচে দলের বাইরে রাখা হতে পারে। যাতে তাঁরা বিশ্রাম নিয়ে টেস্ট সিরিজে তরতাজা অবস্থায় নামতে পারেন।
অস্ট্রেলিয়ার এই তিন খেলোয়াড় বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহিতে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ খেলছেন। প্রায় দুই মাস সেখানে রয়েছেন তাঁরা। ক্রিকেট অস্ট্রেলিয়া মনে করছে, ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা জরুরি। তাই সীমিত ওভারের সিরিজে দলের প্রথমসারির খেলোয়াড়দের অদল বদল করে খেলানোর পরিকল্পনা করেছেন নির্বাচকরা। সেজন্য মাত্র ছয়টি সীমিত ওভারের সিরিজের জন্য ১৮ জনকে অস্ট্রেলিয়ার স্কোয়াডে রাখা হয়েছে। কারণ, যাতে দলের কাছে প্রয়োজনীয় বিকল্প থাকে।
সূত্রের খবর, আইপিএল খেলে অসি খেলোয়াড়রা দেশে ফিরলে তাঁদের সঙ্গে ভারতের বিরুদ্ধে সিরিজ নিয়ে আলোচনা করবেন নির্বাচকরা। যে তারকা খেলোয়াড়দের বছরে সবচেয়ে বেশি ম্যাচ খেলতে হয়, তাঁদের কাছে জানতে চাওয়া হবে, তাঁরা সব কটি ম্যাচ খেলার মতো মানসিক অবস্থায় রয়েছেন কিনা। এরপরই সমস্ত পরিকল্পনা তৈরি করা হবে।
এর আগে ম্যাথু ওয়েড ও মিচেল স্টার্কদের মতো খেলোয়াড়দেরও বিশ্রাম দেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ার নির্বাচকদের সূত্রে জানা গেছে, ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজে স্মিথ, ওয়ার্নার, কামিন্স ও জস হ্যাজেলউডের মতো খেলোয়াড়রা সব ম্যাচ খেলবেন না। যদিও চার ম্যাচের টেস্ট সিরিজে নিজেরে সেরা দল নিয়েই মাঠে নামবে অস্ট্রেলিয়া।
ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজে কয়েকটি ম্যাচে খেলবেন না স্মিথ, ওয়ার্নার, কামিন্সরা, কারণ..
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Oct 2020 05:08 PM (IST)
করোনা আবহে খুব শীঘ্রই শুরু হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ। করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পর ভারত অস্ট্রেলিয়া সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ফের শুরু করতে চলেছে। ২৭ নভেম্বর সিরিজ শুরু।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -