কলকাতা: কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে টান টান উত্তেজনা। এদিন ম্যাচ শুরু হতেই দাপট দেখায় ভারতীয় বোলাররা। পর পর উইকেট খুইয়ে ১৪৬ রানেই অল আউট বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। এখন এই ম্যাচ জিততে আজ ভারতের প্রয়োজন ৯৫ রান।

  


কানপুরে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম দিনের শেষে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১০৭ রান তোলে যদিও টানা বৃষ্টিতে ভেস্তে যায় ভারত-বাংলাদেশ কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা। তৃতীয় দিনে বৃষ্টি না হলেও পিচে বল গড়ায়নি। বৃষ্টি ভেজা আউটফিল্ডের জন্য তৃতীয় দিনের খেলাও বাতিল ঘোষিত হয়। শেষ সেশনেও ম্যাচ শুরু সম্ভব নয় বুঝেই দ্বিতীয় ও তৃতীয় দিনে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। 


তবে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে ২৩৩ রানে অল আউট হয় বাংলাদেশ। মোমিনুল হক ১০৭ রান করে অপরাজিত থাকেন। ব্যাট করে নেমে ভারত মাত্র ৩৪.৪ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৮৫ রান তুলে তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। 


এরপর প্রথম ইনিংসের নিরিখে ৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামে ভারত। মোট কথা চতুর্থ দিনে রীতিমতো টানটান উত্তেজনা ছিল, যা টেস্ট ম্যাচে সাম্প্রতিক সময়ে চোখে পড়েনি। চতুর্থ দিনের শেষে ২ উইকেটের বিনিময়ে ২৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। 


পঞ্চম দিনে ম্যাচ শুরু হতেই বোলিং দাপট দেখাতে শুরু করে রোহিত ব্রিগেড। রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা, আকাশ দীপদের বোলিংয়ে পর পর উইকেট পড়তে শুরু করে। যদিও শাদমান ইসলাম ১০১ বলে ৫০ রান এবং ৬৩ বলে ৩৭ রান করে মুশফিকুর রহিম বাংলাদেশকে ১০০ রানের গণ্ডি পেরতে সাহায্য করে। বাংলাদেশের বাকি ব্যাটাররা রানের নিরিখে কেউই দ্বিতীয় অঙ্কের সংখ্যা ছুঁতে পারেনি। 


এই টেস্ট ম্যাচ জিততে লাঞ্চ ব্রেকের পর ভারতকে ১০০ রানেরও কম রান করতে হবে। যশস্বী, বিরাট, রোহিত, রাহুলরা কি পারবেন ম্যাচ জেতাতে? সেদিকেই তাকিয়ে ভারতীয় অনুরাগীরা।  






 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে