কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: রোগীমৃত্যুকে কেন্দ্র করে বর্ধমান মেডিক্যাল কলেজে (Burdwan Medical College and Hospital) উত্তেজনা। নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও ওয়ার্ডে ঢুকে মহিলা চিকিৎসককে কটূক্তির অভিযোগ। নিরাপত্তার দাবিতে বিক্ষোভে ডাক্তাররা। জুনিয়র চিকিৎসকদের অভিযোগের প্রেক্ষিতে একজনকে আটক করা হয়েছে।


রোগী মৃত্য়ু কেন্দ্র করে ধুন্ধুমার: ফের কর্তব্যরত চিকিৎসককে হুমকির অভিযোগ। গত রাতে সাপে কামড়ানো এক রোগীর মৃত্য়ু ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে। অভিযোগ সেই সময় একজন মহিলা জুনিয়র চিকিৎসককে হুমকি দেয় অন্য় এক রোগীর পরিবার। অভিযোগ, এমনকী নিরাপত্তাররক্ষী থাকা সত্ত্বেও অনুমতি ছাড়া হাসপাতালের ওয়ার্ডের ভিতরে ঢুকে পড়ে রোগীর একাধিক আত্মীয়রা। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, সেই নিয়ে নিরাপত্তারক্ষীকে বলতে গেলে তিনিও কোনও ভূমিকা নেননি, বরঞ্চ খারাপ আচরণ করেন তাঁদের সঙ্গে। ঘটনার প্রতিবাদে রাতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালে ছুটে আসেন প্রিন্সিপাল মৌসুমি বন্দ্য়োপাধ্য়ায় এবং সুপার তাপস ঘোষ। জুনিয়র চিকিৎসকদের অভিযোগের প্রেক্ষিতে একজনকে আটক করা হয়েছে। হাসপাতালের সুপার জানান, নিরাপত্তারক্ষীকে সরিয়ে দেওয়া হয়েছে।


গতকাল ন্যাশনাল মেডিক্যাল কলেজে ওয়ার্ডে ঢুকে রোগীর পরিবারের বিরুদ্ধে গুন্ডামি, জুনিয়র ডাক্তারদের হেনস্থার অভিযোগ ওঠে। হাসপাতাল থেকে বেরোলে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। জুনিয়র ডাক্তারদের দাবি, রবিবার ভোর ৪টে নাগাদ হাতে গুরুতর আঘাত নিয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজে আসেন রোগী ও তাঁর আত্মীয়রা। রোগীকে পরীক্ষা করে দুই ইন্টার্ন অস্ত্রোপচার করার কথা জানিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। অভিযোগ, এরপরই মত্ত রোগী ও তাঁর আত্মীয়রা ওয়ার্ডে উপস্থিত দুই ইন্টার্ন ও একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিকে অশ্রাব্য গালিগালাজ শুরু করেন। জুনিয়র ডাক্তারদের হেনস্থাও করা হয় বলে অভিযোগ। এই ঘটনা জুনিয়র ডাক্তাররা প্রশ্ন তোলেন, হাসপাতালে পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে মত্ত অবস্থায় সার্জারি ওয়ার্ডে ঢুকে পড়লেন রোগী ও তাঁর আত্মীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষের মনোভাব নিয়েও প্রশ্ন তোলেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তাররাই বিষয়টি হাসপাতালের পুলিশ আউটপোস্টে জানান। খবর পেয়ে বেনিয়াপুকুর থানার পুলিশ গিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: R G Kar Doctors Death: দেবীপক্ষে নিহত চিকিৎসকের আবক্ষ ভাস্কর্য স্থাপন, সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের