গায়ানা: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শতরান হাঁকালেন ভারতের হরনূর সিংহ পান্নু। মূলত তাঁর ব্যাটিংয়ের সুবাদেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় যুব দল। ম্যাচে ৯ উইকেটে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। হরনূরকে যোগ্য সঙ্গ দিলেন রশিদ ও অধিনায়ক যশ ধুল।
গায়ানায় প্রস্তুতি ম্যাচে এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ৪৯.২ ওভারে অস্ট্রেলিয়া ২৬৮ রান বোর্ডে তুলে নেয়। অস্ট্রেলিয়ার অধিনায়ক কুপার কনোলি ১১৭ রানের ইনিংস খেলেন। তিনি ১৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১২৫ বলে ১১৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। বাকিদের মধ্যে স্নেল ৩৫ ও উইলিয়াম ২৫ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে বাংলার রবি কুমার ৯.২ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ৩৪ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। রাজবর্ধন ১০ ওভারে ৫৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।
জবাবে হরনূরের শতরান ও বাকি ২ ব্যাটারের অর্ধশতরানের ওপর নির্ভর করে ভারত জিতে যায় ম্যাচ। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রান পাননি হরনূর। কিন্তু এদিন বড় রান পেলেন।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর বসছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। কিন্তু তার আগে ভিসা সমস্যায় জেরবার আফগানিস্তানের যুব ক্রিকেট দল। সময় মত ক্যারিবিয়ান দেশে না যেতে পারায় ২টি প্রস্তুতি ম্যাচ বাতিল করা হয়েছে তাদের। আজই যুব ইংল্যান্ড দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ছিল আফগানদের। এরপর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে আরো একটি ম্যাচ ছিল। কিন্তু সবই বাতিল করা হয়েছে। উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ আফগানদের।
আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, ''আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে মিলে আমরা কাজ করে যাচ্ছি। যেন দ্রুত ভিসা সমস্যা মিটে যায় ও ক্রিকেটাররা আসতে পারে, সেদিকেই নজর দেওয়া হচ্ছে।'' এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ায় ইংল্যান্ড ও আমিরশাহি তাদের প্রস্তুতি ম্যাচ নতুন সুচ অনুযায়ী আগামীকাল খেলবে।