বেঙ্গালুরু: ব্যাটিং বিক্রমের দৌলতে তৃতীয় টি-২০ ম্যাচে ইংল্যান্ডকে ৭৫ রানে হারিয়ে তিনম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল ভারত।
বুধবারের চিন্নাস্বামীতে টিম ইন্ডিয়ার ব্যাটিং দাপটে উড়ে গেল ইওন মর্গ্যানের ইংল্যান্ড৷ টসে জিতে এদিন ভারতকে ব্যাট করতে পাঠান মর্গ্যান৷ কোহালি-রাহুল অল্প রানে ফেরার পর ধোনি-রায়নার ব্যাটে শুরু সংহারপর্ব৷ দু’জনেই হাফ সেঞ্চুরি করেন৷ রায়নার ব্যাটে আসে ৬৩ (৪৫ বল)৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৫টি চার ও ২টি ছয়।



রায়না ফেরার পর বিস্ফোরক মেজাজে শুরু করেছিলেন যুবরাজ সিংহ। ক্রিস জর্ডানের একটি ওভারে তিনি ৩টি ছয় এবং ১টি চার হাঁকান। ঠিক যখন তিনি স্টুয়ার্ট ব্রডকে সংহারের ছবি মনে করাচ্ছিলেন, তখনই ঘটে ছন্দপতন। ১০ বলে ২৭ করে ফিরে যান তিনি। যেখানে যুবি থামেন, সেখান থেকে ব্যাটন তুলে নেন মহেন্দ্র সিংহ ধোনি। ৩৬ বলে করেন ৫৬৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৫টি চার ও ২টি ছক্কায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ২০২ তোলে টিম ইন্ডিয়া৷



জবাবে ব্যাট করতে নেমে চাহলের স্পিনের ফাঁদে আটকে যায় ইংল্যান্ড৷ জবাবে ব্যাট করতে নেমে রয় শুরুটা ভাল করলেও শূন্য রানে চাহল ফেরান বিলিংসকে৷ রুট ও রয় ইনিংসকে এগিয়ে নিয়ে গেলেও ৩২ রানে ফেরেন রয়৷ জো রুট করেন লড়াকু ৪২ রান৷ ৪০ রান করে ফেরেন অধিনায়ক ইয়ন মর্গ্যান৷ কিন্তু, শেষ পর্যন্ত চাপের মুখে ভেঙে পড়ে ইংলিশ ইনিংস৷ মাত্র ১৬.৩ ওভারে ১২৭ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ব্যাটিং।
৬ উইকেট নিয়ে ইংরেজ ব্যাটিংয়ের মেরুদণ্ড একাই ভেঙে দেন যযুবেন্দ্র চাহল। ৪ ওভার বল করে মাত্র ২৫ রান খরচ করে তিনি ৬ জন ব্যাটসম্যানকে ফেরত পাঠান। ৩ উইকেট নেন জশপ্রীত বুমরাহ। একটি উইকেট দখল করেন অমিত মিশ্র। ম্যাচের সেরা চাহল।


এই জয়ের ফলে তিনম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল কোহলি বাহিনী। এর আগে কানপুরে  প্রথম ম্যাচে হারের পর নাগপুরে গত ম্যাচে ৫ রানে জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল ভারত। গত ১৫ মাস ঘরের মাঠে কোনও সিরিজ হারেনি ভারত। সেই ধারাই অক্ষুণ্ণ রইল।