এদিন প্রথমে ব্যাটিং করে ভারত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান করে। প্রথম ম্যাচের মতো এদিনও রাহুলের সঙ্গে ওপেন করতে নেমে ব্যর্থ হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আগের ম্যাচের মতোই এদিনও শুরুটা ভাল করেও, বড় রান করার আগেই ফিরে যান তিনি। ১৫ বলে ২১ রান করে আউট হন ভারতের অধিনায়ক। তিন নম্বরে নামা সুরেশ রায়নাও ব্যর্থ হলেন। তিনি মাত্র ৭ রান করে ফেরেন। যুবরাজ সিংহও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি মাত্র ৪ রান করেন। মহেন্দ্র সিংহ ধোনি (৫), হার্দিক পান্ডিয়ারাও (২) রান করতে পারেননি। লড়াই করেন রাহুল (৭১)। তাঁকে কিছুটা সঙ্গ দেন মণীশ পাণ্ডে।
রান তাড়া করতে নেমে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল ইংল্যান্ড। জো রুট (৩৮), বেন স্টোকস (৩৮) দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন। কিন্তু নেহরার ২৮ রানে ৩ উইকেট এবং বুমরাহর অসাধারণ শেষ ওভার ভারতকে ম্যাচ জেতাল।
নাটকীয় ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৮ রান। বুমরাহর প্রথম বলেই আউট হয়ে যান সেট হয়ে যাওয়া জো রুট (৩৮)। দ্বিতীয় বলে এক রান করেন মইন আলি। তৃতীয় বলে রান করতে ব্যর্থ হন জোশ বাটলা (১৫)। চতুর্থ বলে আউট হয়ে যান তিনি। পঞ্ম বলে এক রান বাই হয়। শেষ বলে কোনও রান হয়নি। ফলে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৯ রান করে ইংল্যান্ড। প্রায় হারা ম্যাচ জিতে যায় ভারত।