১৯৩২ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ২৪-১ গোলে বিধ্বস্ত করেছিল কিংবদন্তী ধ্যানচাঁদের দল। এতদিন এটাই ছিল পুরুষদের হকিতে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। আজ নিজেদের রেকর্ডকেই উন্নত করলেন হরমনপ্রীতরা।
৮৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে পুরুষদের হকিতে হংকংকে ২৬-০ উড়িয়ে দিল ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
22 Aug 2018 02:42 PM (IST)
NEXT
PREV
জাকার্তা: নিজেদের ৮৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে এশিয়ান গেমসে পুরুষদের হকির দ্বিতীয় ম্যাচে হংকংকে ২৬-০ উড়িয়ে দিল ভারতের পুরুষ দল। প্রথম ম্যাচে আয়োজক দেশ ইন্দোনেশিয়াকে ১৭-০ উড়িয়ে দেওয়ার পর আজ ভারতের পুরুষ হকির ইতিহাসে সবচেয়ে বড় জয় এল। চারটি গোল করেন হরমনপ্রীত সিংহ। হ্যাটট্রিক করলেন আকাশদীপ সিংহ, রুপিন্দর পাল সিংহ ও ললিত উপাধ্যায়। দু’টি করে গোল করেন মনপ্রীত সিংহ, এস ভি সুনীল ও মনদীপ সিংহ। একটি করে গোল বিবেক প্রসাদ, অমিত রোহিদাস, বরুণ কুমার, দিলপ্রীত সিংহ, চিঙ্গলেনসানা সিংহ, সিমরনজিৎ সিংহ ও সুরেন্দর কুমারের।
১৯৩২ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ২৪-১ গোলে বিধ্বস্ত করেছিল কিংবদন্তী ধ্যানচাঁদের দল। এতদিন এটাই ছিল পুরুষদের হকিতে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। আজ নিজেদের রেকর্ডকেই উন্নত করলেন হরমনপ্রীতরা।
১৯৩২ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ২৪-১ গোলে বিধ্বস্ত করেছিল কিংবদন্তী ধ্যানচাঁদের দল। এতদিন এটাই ছিল পুরুষদের হকিতে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। আজ নিজেদের রেকর্ডকেই উন্নত করলেন হরমনপ্রীতরা।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -