জাকার্তা: নিজেদের ৮৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে এশিয়ান গেমসে পুরুষদের হকির দ্বিতীয় ম্যাচে হংকংকে ২৬-০ উড়িয়ে দিল ভারতের পুরুষ দল। প্রথম ম্যাচে আয়োজক দেশ ইন্দোনেশিয়াকে ১৭-০ উড়িয়ে দেওয়ার পর আজ ভারতের পুরুষ হকির ইতিহাসে সবচেয়ে বড় জয় এল। চারটি গোল করেন হরমনপ্রীত সিংহ। হ্যাটট্রিক করলেন আকাশদীপ সিংহ, রুপিন্দর পাল সিংহ ও ললিত উপাধ্যায়। দু’টি করে গোল করেন মনপ্রীত সিংহ, এস ভি সুনীল ও মনদীপ সিংহ। একটি করে গোল বিবেক প্রসাদ, অমিত রোহিদাস, বরুণ কুমার, দিলপ্রীত সিংহ, চিঙ্গলেনসানা সিংহ, সিমরনজিৎ সিংহ ও সুরেন্দর কুমারের।


১৯৩২ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ২৪-১ গোলে বিধ্বস্ত করেছিল কিংবদন্তী ধ্যানচাঁদের দল। এতদিন এটাই ছিল পুরুষদের হকিতে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। আজ নিজেদের রেকর্ডকেই উন্নত করলেন হরমনপ্রীতরা।