নটিংহ্যাম: ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্তকে আপত্তিকর মন্তব্য করায় ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা হল ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের। সেই সঙ্গে একটি ডেমেরিট পয়েন্টও গিয়েছে তাঁর খাতায়।


নটিংহ্যামে চলতি সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে পন্তকে আউট করার পর আপত্তিকর মন্তব্য করেন ব্রড। ওই ঘটনার পর বিষয়টি নিয়ে অভিযোগ করেন দুই ফিল্ড আম্পায়ার মারেইস এরাসমাস ও ক্রিস গ্যাফানি এবং থার্ড আম্পায়ার আলিম দার।

জানা গেছে, ব্রড তাঁর গলতির কথা স্বীকার করে সাজা গ্রহণ করেছেন। ব্রড দোষ স্বীকার করায় ম্যাচ রেফারি জেফ ক্রো আর কোনও আনুষ্ঠানিক শুনানি করেননি।

আইসিসি-র আচরণবিধি অনুযায়ী মাঠে উত্তেজিত হয়ে ইশারা বা কথাবার্তার মাধ্যমে কাউকে প্ররোচিত করা খেলার নিয়মবিরুদ্ধ। এই আচরণবিধি মানলে সংশ্লিষ্ট ক্রিকেটারের সাজা হয়।