আল খোবার: ভারতীয় দল দুরন্ত ভঙ্গিমায় নিজেদের অনুর্ধ্ব ১৭ এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন (AFC U-17 Asian Cup Qualifiers) পর্ব শুরু করব। আল খোবরা, সৌদি আরবে মলদ্বীপকে ৫-০ গোলে হারাল ভারতীয় অনুর্ধ্ব ১৭ দল। অধিনায়ক ভানলালপেকা, ফানাই, আমন, ববি সিংহ ও ফিনিক্স প্রত্যেকেই ম্যাচে একটি করে গোল করেন। মঙ্গলবারই (৪ অক্টোবর) ভারতীয় সময় অনুযায়ী ভোররাতে মলদ্বীপের বিরুদ্ধে জয় পায় ভারত।


ম্যাচের মাত্র নয় মিনিটেই ভানলালপেকা ভারতকে এগিয়ে দিতে পারতেন। তবে তাঁর শট থেকে বল গোললাইনের ধারের কাছে দিয়ে বেশ খানিকটা গিয়ে গোললাইনের বাইরে চলে যায়। তবে ভানলালপেকা মাত্র দুই মিনিট পরেই একটি ক্রস থেকে সুন্দর শটে গোল করে ভারতকে এগিয়ে দেন। ম্যাচের ২৪ মিনিটে ফানাই দূরপাল্লার একটি শট নেন। তাঁর শট মলদ্বীপের খেলোয়াড়দের গায়ে লেগে তা গোলে জড়িয়ে যায়। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। অধিনায়ক ভানলালপেকা গোটা প্রথমার্ধ জুড়েই বেশ নজর কাড়েন। প্রথমার্ধে তাঁর একটি শট পোস্টে লেগেও ফিরে আসে।


 






দ্বিতীয়ার্ধেও শুরু থেকে নিজেদের দাপট অব্যাহত রাখে ভারতীয় দল। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মাথায় ম্যাচের তৃতীয় গোল করে ভারত। দারুণ টিম মুভের শেষে আমন দলকে ৩-০ এগিয়ে দেন। এই গোলের আট মিনিট পর হুজাফা আহমেদকে পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় ভারত। সেই পেনাল্টি থেকে গোল করে ভারতকে ৪-০ এগিয়ে দেন ববি সিংহ। ম্যাচের ৭১ মিনিটে ২৫ গজ দূর থেকে ফিনিক্স এক দুরন্ত শটে ভারতের হয়ে পঞ্চম তথা ম্যাচের অন্তিম গোলটি করেন। ম্যাচের শেষের দিকে আমন দলের হয়ে ষষ্ঠ গোল করার দারুণ সুযোগ পান। তবে দুর্ভাগ্যবশত আমনের শট ক্রসবারের বাইরে লেগে বেরিয়ে যায়। ৫-০ জিতল ভারত। এই জয়ের ফলে গ্রুপ 'ডি'-তে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এল ভারত।


আরও পড়ুন: নাক থেকে ঝড়ছে রক্ত, তাও দায়িত্ব পালনে অনড় অধিনায়ক রোহিত