নয়াদিল্লি: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Asian Champions Trophy) ভারতের বিজয়রথ অব্যাহত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) হাড্ডাহাড্ডি ম্যাচে ২-১ জয় পেল ভারতীয় হকি দল। ভারতের হয়ে পেনাল্টি কর্নার থেকে দুই গোলই করেন দলের অধিনায়ক হরমনপ্রীত সিংহ (Harmanpreet Singh)। 


ম্যাচের অষ্টম মিনিটেই পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। তবে 'সরপঞ্চ সাহাব' ফের একবার দলের ত্রাতা হয়ে উঠেন। ১৩ মিনিট ও ১৯ মিনিটে নিজের স্বভাবচিত ভঙ্গিমায় জোড়া পেনাল্টি কর্নার থেকে গোল করে তিনিই ভারতীয় দলকে জেতান। ম্যাচের আগে পাকিস্তান অধিনায়ক অধিনায়ক আমাদ বাট অনুশাসনের কথা বলেছিলেন। তবে সাম্প্রতিক সময়ের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সম্ভবত সবথেকে হাড্ডাহাড্ডি ম্যাচের শেষলগ্নে খানিক গরমা গরমিও দেখা যায়। দুই দলই ১০ জন খেলোয়াড়ে নিয়ে ম্যাচ শেষ করে। অপরদিকে, হরমনপ্রীত পাকিস্তান দলের তারকাদের নিজেদের ভাই হিসাবে আখ্যা দিলেও, ম্যাচে যে তিনি একচুলও ছেড়ে দেন না, তা ফের একবার প্রমাণিত হল। 


তবে এই ম্যাচে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নচিহ্ন থাকছেই। প্যারিস অলিম্পিক্সে ভারতীয় দলের ফিল্ড গোল্ড করার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে উত্তমরা সেই প্রশ্নের খানিক জবাব দিতে সক্ষম হয়েছেন বটে। তবে ফের একবার পাকিস্তানের বিরুদ্ধে ফিল্ড গোল করার দক্ষতার অভাব চোখে পড়ল। তবে শ্রীজেশহীন ভারতীয় হকির নতুন প্রজন্মের শুরুটা কৃষাণ পাঠকের দৌলতে ভালই হল। তিনি ম্যাচে একাধিক বড় সেভ করে দলের লিড বজায় রাখতে সক্ষম হন।  









এই জয়ের সুবাদে অপরাজিত থেকেই ভারতীয় দল সেমিফাইনালে পৌঁছে গেল। সোমবার ভারতীয় দল নিজেদের সেমিফাইনালে ম্যাচে খেলতে নামবে। অপরদিতে, পরাজিত হলেও, পাকিস্তানও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে নিজেদের জায়গা পাকা করে নিতে সক্ষম হল। 







আরও পড়ুন: 'আমরা ব্রোঞ্জ পেলে কটূক্তি সইতাম', কেন বারবার সোনা জিততে ব্যর্থ হকি দল? আলোচনায় বিশ্বজয়ী তারকা