নভি মুম্বই: ঘরের মাঠে টেস্ট ক্রিকেট খেলছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Cricket Team)। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলছেন হরমনপ্রীতরা। ম্যাচের প্রথম দিন ব্যাট করতে নেমে দিনের শেষে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ৪১০ রান তুলে নিয়েছে ভারতীয় দল। আর এই রান বোর্ডে যোগ করার সঙ্গে সঙ্গেই নতুন নজিরও গড়ে ফেলেছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় দল হিসেবে টেস্টে ৪০০ বা তার বেশি রান বোর্ডে তুলে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। চারদিনের ম্যাচে এর আগে মহিলাদের টেস্টে প্রথম স্থানে রয়েছে ইংল্যান্ড। তারা ১৯৩৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৩১/৪ বোর্ডে তুলেছিল। আর ২২ রান করলেই ইংল্য়ান্ডকে টপকে যেতে পারত ভারতীয় মহিলা ক্রিকেট দল। তবে তা হল না শেষ পর্যন্ত।
স্টিভ ওয়র অস্ট্রেলিয়া দেখিয়েছিল, একদিনে তিনশোর ওপর রান তুলে বিপক্ষকে কীভাবে চাপে ফেলা যায়। স্টিভ ওয়র তত্ত্বই ছিল, দ্রুত রান তুললে বোলারদের হাতে বাড়তি সময় থাকে। পরে সেই থিওরিই প্রয়োগ করতে দেখা যায় বীরেন্দ্র সহবাগকে। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য যিনি ছিলেন বোলারদের ত্রাস। টেস্টেও ব্যাট করতেন ওয়ান ডে ক্রিকেটের ঢঙে। আর এখন চলছে বাজ়বল। ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হয়ে আসার পর থেকে যে ধাঁচে খেলাচ্ছেন ব্রেন্ডন ম্যাকালাম। টেস্ট ম্যাচেও শুরু থেকে আগ্রাসী ক্রিকেট। ভারতীয় মহিলা দলও যেন সেই পথেই হাঁটছে।
বৃহস্পতিবার মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। কিন্তু শুরুতেই উইকেট হারায় ভারত। ১২ বলে ১৭ রান করে ফেরেন স্মৃতি মান্ধানা। তাঁর সঙ্গী ওপেনার শেফালি বর্মা ১৯ রান করে ফেরেন। ৪৭/২ হয়ে যায় ভারত।
এরপরই ইনিংসের হাল ধরেন সতীশ শুভা ও জেমাইমা রড্রিগেজ়। দুজনেরই এটা প্রথম টেস্ট ম্যাচ। ভারতীয় তারকা ওপেনার স্মৃতি মান্ধানা আউট হওয়ার পর তিন নম্বরে ব্যাটিং করতে নেমে সতীশ শুভা ৪৯ বলে অর্ধশতরান করেন। দ্বিতীয় উইকেটে ভারতীয় ওপেনার শেফালি বর্মার সঙ্গে জুটিতে ২২ রান তোলেন শুভা। শেফালি ফিরলে অভিষেক ম্যাচ খেলতে নামা জেমাইমা রড্রিগেজের সঙ্গে তৃতীয় উইকেটে জুটিতে ১১৫ রান তোলেন শুভা। ৭৬ বলে ৬৯ রান করে ফেরেন তিনি। জেমাইমা ৬৮ রান করে আউট হন।
হরমনপ্রীত কৌর মাত্র ১ রানের জন্য হাফসেঞ্চুরি পাননি। ৪৯ করে ফেরেন। তবে লোয়ার মিডল অর্ডারে ইয়াস্তিকা ভাটিয়া ও দীপ্তি শর্মা হাফসেঞ্চুরি করেছেন। ইয়াস্তিকা ৬৬ রান করে ফেরেন। ৬০ রানে দিনের শেষে ক্রিজে রয়েছেন দীপ্তি। স্নেহ রানার ৩০ রান। প্রথম দিন ৯৪ ওভারের শেষে ভারত তুলেছে ৪১০/৭।