কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: CBSE-র ধাঁচে এবার রাজ্যের সিলেবাস। ১০ বছর পরে পুরো বদলাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস। ৪৭টি বিষয়ে পাঠ্যসূচি বদলের ভাবনা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE)। চলতি সপ্তাহের শনিবার এই নিয়ে বৈঠক, রয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকরের ভাবনা। 


বদলাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস: প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে বদল যাচ্চে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। এমনটাই সংসদ সূত্রে খবর। চলতি সপ্তাহের শনিবার এই নিয়ে ডাকা হয়েছে বৈঠক। CBSE-র ধাঁচেই হবে এই বদল। যেহেতু উচ্চ মাধ্যমিকের একাধিক এন্ট্রান্স থাকে, সেটার কথা মাথায় রেখেই এই বদলের ভাবনা উচ্চ মাধ্যমিত শিক্ষা সংসদের। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, এই নিয়ে শনিবার বৈঠক ডাকা হয়েছে। গাইডলাইন করা হবে। এরপর সিলেবাসের যে সাব কমিটি রয়েছে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা তা আলোচনা করবেন। চেষ্টা করছি NCERT-র আদলে CBSE- ধাঁচে এই সিলেবাস করা হবে।


 



 


এদিকে ২০২৪ সালের CBSE দশম এবং CBSE দ্বাদশের পরীক্ষাসূচি ঘোষণা করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আগামী বছর ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পরীক্ষা। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে দশটা থেকে। দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ১৩ মার্চ। দ্বাদশের পরীক্ষা শেষ হবে ২ এপ্রিল। 


দশমের ক্ষেত্রে,



  • ১৯ ফেব্রুয়ারি বাংলা সহ অন্যান্য প্রথম ভাষার পরীক্ষা

  • ২৬ ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষা

  • বিজ্ঞান পরীক্ষা ২ মার্চ

  • ৭ মার্চ সোশাল সায়েন্স

  • ১১ মার্চ অঙ্ক পরীক্ষা

  • কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স পরীক্ষা ১৩ মার্চ


দ্বাদশের ক্ষেত্রে,



  • বায়োটেকনোলজি, ইলেক্ট্রনিক্স টেকনোলজি, নিউট্রিশন পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি

  • ডেটা সায়েন্স পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি

  • ঐচ্ছিক ইংরেজি পরীক্ষা ২২ ফেব্রুয়ারি

  • ২৪ ফেব্রুয়ারি কম্পিউটার অ্যাপ্লিকেশন 

  • ২৬ ফেব্রুয়ারি ট্যাক্সেশন 

  • ২৭ ফেব্রুয়ারি রসায়ন

  • ভূগোল পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি 

  • পদার্থ বিদ্যার পরীক্ষা ৪ মার্চ

  • ৯ মার্চ অঙ্ক পরীক্ষা 

  • ১৪ মার্চ বাংলা সহ অন্যান্য প্রথম ভাষার পরীক্ষা 

  • সাইকোলজি পরীক্ষা ১৫ মার্চ

  • ইকোনমিকস পরীক্ষা ১৮ মার্চ

  • বায়োলজি পরীক্ষা ১৯ মার্চ 

  • ২৩ মার্চ অ্যাকাউন্টেন্সি পরীক্ষা

  • ২৮ মার্চ ইতিহাস পরীক্ষা 

  • কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি পরীক্ষা ২ এপ্রিল


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Burdwan: বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু, FIR দায়ের রাজ্য পুলিশের


Education Loan Information:

Calculate Education Loan EMI