সিডনি: নেদারল্যান্ডসের বিরুদ্ধে (IND vs NED) ৫৬ রানের বড় ব্যবধানে প্রত্যাশিত জয় পেয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ব্যক্তিগতভাবে অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma) ব্যাট হাতে বেশ সফল। ৫৩  রানের সুন্দর একটি ইনিংস খেলেন তিনি। তা সত্ত্বেও খুশি হতে পারছেন না রোহিত। ম্যাচ জিতেও কিছুটা আক্ষেপ রয়েই গিয়েছে।


এদিন রাহুল আউট হওয়ার পর রোহিত ও বিরাট কোহলি ভারতের ইনিংস সামলান। এই ম্যাচের আগে রোহিতের ফর্ম নিয়ে চর্চা ছিল। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র চার রানে আউট হন রোহিত। চারটি চার ও তিনটি ছক্কায় সাজানো ইনিংসে সমালোচকদের জবাব দেন তিনি। রাহুল আউট হওয়ার পর শুরুটা খানিকটা দেখেশুনেই করেন রোহিত-বিরাট। পাওয়ার প্লেতে ভারতের রান রেট ছয় রানেরও কম ছিল। তবে দল কোনও সময়ই চাপে পড়েনি বলে দাবি করেন রোহিত। তিনি বলেন, 'যখন কোনও দল ওপর জয়ের প্রত্যাশা থাকে, তখন চাপটা অনেকটাই বেড়ে যায়। আমার মনে হয় না আমরা শুরুতে চাপে ছিলাম।শুরুর দিকে পিচটা বেশ মন্থর ছিল এবং সেই কারণে আমরা নিজেদের শটও খেলতে পারছিলাম না।'


সন্তুষ্ট নন রোহিত


নিজের ইনিংসের বিষয়ে রোহিতের মত, 'আমি নিজে যেভাবে ব্যাট করেছি, তাতে সম্পূর্ণ সন্তুষ্ট নই। আমি মনে করিনা আমার ইনিংসটা দারুণ একটা ইনিংস ছিল। তবে কিছু রান করতে পারলে সবসময়ই ভাল লাগে। রান করাটা জরুরি, তা দেখতে ভাল হোক বা খারাপ। তাতে কিছুই যায় আসে না। জরুরি হল রান করে আত্মবিশ্বাসটা বজায় রাখা।' প্রসঙ্গত, এই ম্যাচেই রোহিত শর্মা এক নতুন রেকর্ডও গড়ে ফেললেন। ব্যক্তিগত ১৩ রানের মাথায় ফ্রেড ক্লাসেনের বলে রোহিতের ক্যাচ ফেলেছিলেন টিম প্রিঙ্গল। হাফসেঞ্চুরি করে তার সদ্বব্যবহার করলেন রোহিত। তাঁর ইনিংসে তিনটি ছক্কা মেরেছেন হিটম্যান।


রোহিতের রেকর্ড


আর তিন ছক্কা মেরে নতুন একটি রেকর্ড গড়লেন রোহিত। ভেঙে দিলেন যুবরাজ সিংহের রেকর্ড। এতদিন যুবরাজই ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার মালিক। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১ ম্যাচের ২৮ ইনিংসে ৩৩টি ছক্কা রয়েছে যুবির। যার মধ্যে ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা মেরে বিশ্বরেকর্ডের শরিক হয়েছিলেন। বৃহস্পতিবার তাঁর রেকর্ড ভেঙে দিলেন রোহিত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৬টি ছক্কা হয়ে গেল রোহিতের। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সব দেশ মিলিয়ে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় রোহিত রয়েছেন দুইয়ে। শীর্ষে ক্রিস গেল। ৬৩টি ছয় মারার নজির রয়েছে ইউনিভার্স বসের ঝুলিতে।


আরও পড়ুন: গেলকে পেরলেন দুরন্ত ফর্মে থাকা কোহলি, সামনে শুধু জয়বর্ধনে