নয়াদিল্লি: বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্রাঁ পিক্সে (World Para Athletics Grand Pix) দাপট ভারতের। দ্বিতীয় দিনের শেষেও পদক তালিকায় শীর্ষ স্থান ধরে রাখল তারা। মোট ৯৫টি পদক ইতিমধ্যেই ঝুলিতে পুরে নিয়েছে ভারত। তার মধ্য়ে ৩৩টি সোনা, ২৯টি রুপো ও ৩৩টি ব্রোঞ্জ জিতেছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নিউট্রাল প্য়ারা অ্যাথলিট গ্রুপ ২৬টি পদক জিতে নিয়েছে। তার মধ্যে সোনা রয়েছে ১৩টি, রুপো রয়েছে ৯টি ও ব্রোঞ্জ রয়েছে ৪টি। তালিকায় তৃতীয় স্থানে আছে উজবেকিস্তান। ৪টি সোনা, ৪টি রুপো ও ৪টি ব্রোঞ্জ পদক ঝুলিতে পুরে নিয়েছে।
ভারতের প্যারা অ্য়াথলিটরা চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই দাপটের সঙ্গে পারফর্ম করেছেন। বিশেষ করে প্রীতি উল্লেখযোগ্য পারফর্মার। আগেই রুপো নিশ্চিত করে ফেলেছিল সে। T38 ইভেন্ট ২০০ মিটার স্প্রিন্ট ইভেন্টেও লড়াইয়ে নামছেন প্রীতি। শটপুল F৪১ ক্যাটাগরিতে লড়াইয়ে নামবেন রবি রঙ্গোলি। অর্জুন পুরস্কার প্রাপ্ত অঙ্কুর ধামাও ৫০০০ মিটার T12 দৌড়ে অংশ নিয়েছেন। একাধিক প্যারালিম্পিক্স খেলায় অংশ নিয়েছেন অঙ্কুর।
রাহুল দ্রাবিড়ের প্লাস্টার করা ছবি পোস্ট রাজস্থান রয়্যালসের
পায়ে প্লাস্টার করা একটি ছবি রাজস্থান রয়্যালসের সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। ২৩ মার্চ রাজস্থান রয়্যালস তাঁদের প্রথম ম্য়াচ খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। তার আগে রাহুল দ্রাবিড়ের শিবিরে যোগ দেওয়ায় নিঃসন্দেবে সঞ্জু স্য়ামসনদের আত্মবিশ্বাস আর বাড়বেই।
চলতি বছরের শুরুতেই রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালসের কোচ হয়ে ফেরার কথা জানানো হয়েছিল। বুধবার ফ্র্যাঞ্চাইজির সোশ্য়াল মিডিয়ায় লেখা হয়েছে, ''আমাদের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বেঙ্গালুরুতে ক্রিকেট খেলার সময় চোট পেয়েছিলেন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। বুধবার জয়পুরে দলের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন।'' চোট নিয়ে কিছুটা চিন্তা থাকলেও, জানা গিয়েছে আপাতত হালকা হালকা কোচিং করাতে কোনও সমস্যা হবে না রাজস্থান রয়্যাসলসের প্রাক্তন অধিনায়কের।
স্য়ামসনের মুখে ধোনির প্রশংসা
কীভাবে রাজস্থান রয়্যালস অধিনায়কের জীবনে প্রভাব ফেলেছেন বিশ্বজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি, তা জানিয়ে দিলেন সঞ্জু স্যামসন। জিও হটস্টারের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে স্যামসন বলেন, ''সব তরুণ ক্রিকেটারদের মতই আমিও মহেন্দ্র সিংহ ধোনির অনেক বড় ভক্ত। চেষ্টা করি যতটা বেশি সময় ধোনি ভাইয়ের সঙ্গে সময় কাটানো যায়। অনেক কিছু শেখার আছে ওঁনার থেকে।''