কলকাতা: সিরিজ জয় আগেই হয়ে গিয়েছে৷ এবার টার্গেট হোয়াইটওয়াশ৷ আগামীকাল ইডেনে সেই লক্ষ্যেই অনুশীলনে ভারতীয় দল৷ আজ সকালে ইডেনে অনুশীলনে হাজির টিম ইন্ডিয়া৷ যদিও অপশনাল প্র্যাকটিস থাকায় ছিলেন না অধিনায়ক বিরাট কোহলি, যুবরাজ সিংহ, লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও হার্দিক পাণ্ড্য। তাঁদের অনুপস্থিতিতে নজরে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি৷

ধোনিকেই এদিন নেতার ভূমিকায় দেখা গেল। তিনি অধিনায়ক থাকার সময় যেভাবে পিচ খুঁটিয়ে দেখতেন, সেভাবেই এদিন পিচ দেখলেন। এরপর কিউরেটর ও মাঠকর্মীদের সঙ্গে কথাও বললেন। তারপর সতীর্থদের পেপ টক দিলেন।

সিরিজের পরিপ্রেক্ষিতে নিয়মরক্ষার ম্যাচ হলেও, ভারতীয় দলের কাছে এই ম্যাচের গুরুত্ব যথেষ্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ভারতের শেষ ম্যাচ। ফলে এই ম্যাচেই কম্বিনেশন দেখে নেওয়ার শেষ সুযোগ পাচ্ছেন বিরাট।

তবে রবিবারের ম্যাচের আগে টিম ইন্ডিয়া শিবিরে চিন্তার নাম শিখর ধবন৷ ব্যাটে রান নেই৷ তার সঙ্গে পুরনো চোটের জন্য কলকাতায় এসে শুক্রবারই হাসপাতালে গিয়েছিলেন তিনি৷ যদি শেষপর্যন্ত ধবনকে পাওয়া না যায়, তবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের পরবর্তী পছন্দের নাম অজিঙ্ক রাহানে৷

চলতি ভারত সফরে এখনও জয় পায়নি ইংল্যান্ড। টেস্ট সিরিজে ৪-০ জয় পেয়েছে ভারত। এরপর প্রথম দুটি একদিনের ম্যাচও জিতে নিয়েছে বিরাটবাহিনী। ইডেনে জয়ের ধারা বজাই রাখার ভারতীয় দলের লক্ষ্য। ইডেনে ভারত শেষ একদিনের ম্যাচ খেলেছিল ২০১৪ সালের ১৩ নভেম্বর। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে ২৬৪ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন এখন চোটের জন্য বাইরে থাকা রোহিত শর্মা। ভারত ৫ উইকেটে ৪০৪ রান করেছিল। রবিবার রোহিত থাকছেন না। তবে বিরাট, ধোনি, যুবরাজ, কেদার যাদবরা আছেন। তাঁদের ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে।