ঢাকা: অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির উদ্বোধনী ম্যাচে ভারতকে ৫-৪ গোলে হারিয়ে দিল বাংলাদেশ। ঘরের মাঠে দর্শন সমর্থনকে সঙ্গী করে এই উত্তেজক ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।

এই ম্যাচের শুরু থেকেই ভারতীয় রক্ষণকে চাপে ফেলে দেয় বাংলাদেশ। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আশরাফুল ইসলাম। প্রথম গোল হজম করার পর খোলস ছেড়ে বেরিয়ে পাল্টা আক্রমণ শুরু করে ভারতীয় দল। এর ফলে চাপে পড়ে যায় বাংলাদেশ রক্ষণ। ২১ মিনিটে পেনাল্টি কর্নার পায় ভারতীয় দল। সেই পেনাল্টি কর্নার সামাল দিতে গিয়ে ভারতকে পেনাল্টি স্ট্রোক উপহার দেয় বাংলাদেশ। গোল করে খেলায় সমতা ফেরান ধরমবীর সিংহ। পাঁচ মিনিট পরে গোল করে ভারতকে এগিয়ে দেন ইবুঙ্গো সিংহ কোঞ্জেঙ্গবাম। তবে পিছিয়ে পড়েও দমে না গিয়ে ফের আক্রমণে ঝাঁপায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন আশরাফুল।

প্রথমার্ধের খেলা ২-২ অবস্থায় শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পরেই হ্যাটট্রিক পূরণ করেন আশরাফুল। তিনি এই গোলটিও করেন পেনাল্টি কর্নার থেকে। হার্দিক সিংহ গোল করে ভারতকে সমতায় ফেরান। তবে ফের এগিয়ে যায় বাংলাদেশ। এবার গোল করে সমতা ফেরান দিলপ্রীত সিংহ। কিন্তু পঞ্চম গোল হজম করার পরে আর খেলায় ফিরতে পারেনি ভারত।

এই হারের জন্য বিপক্ষকে অতিরিক্ত পেনাল্টি কর্নার উপহার দেওয়াকেই দায়ী করেছেন ভারতের কোচ বিজে কারিয়াপ্পা। তিনি বলেছেন, ওমানের বিরুদ্ধে পরের ম্যাচে পারফরম্যান্সের উন্নতি করতে হবে।