মাসকাট: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির চতুর্থ ম্যাচে অপ্রত্যাশিতভাবে মালয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করল গতবারের চ্যাম্পিয়ন ভারতীয় দল। প্রথম তিন ম্যাচেই বড় ব্যবধানে জেতে ভারত। মালয়েশিয়াও একইভাবে প্রথম তিনটি ম্যাচ জিতেছে। তবে ভারতীয় দল বেশি গোল করায় রাউন্ড রবিন লিগের শীর্ষে আছে।
এই ম্যাচের শুরু থেকেই ভারতীয় দল বিপক্ষকে চাপে রেখেছিল। মালয়েশিয়ার খেলোয়াড়রা আক্রমণের বদলে নিজেদের গোলমুখ আগলাতেই বেশি ব্যস্ত ছিলেন। বিপক্ষের রক্ষণে বেশি খেলোয়াড় থাকায় ভারতের স্ট্রাইকাররা গোলের বিশেষ সুযোগ তৈরি করতে পারেননি। তারই মধ্যে হার্দিক সিংহ একটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু তিনি সেই সুযোগ কাজে লাগাতে পারেননি।
পয়েন্ট নষ্টের জন্য সুযোগ কাজে লাগাতে না পারাকেই দায়ী করেছেন ভারতীয় দলের প্রধান কোচ হরেন্দ্র সিংহ। তিনি বলেছেন, ‘আমি এই ফলে খুশি নই। আমরা আন্তর্জাতিক ম্যাচে এই ধরনের সুযোগ নষ্ট করতে পারি না।’
ভারতের প্রাক্তন কোচ রোল্যান্ট ওল্টম্যান্স এখন মালয়েশিয়ার দায়িত্বে। তিনি ম্যাচের পর বলেছেন, ‘তেঙ্গকু তাজুদ্দিন হলুদ কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পর আমরা চাপে পড়ে গিয়েছিলাম। না হলে আমরা যেরকম আশা করেছিলাম, খেলা সেরকমই হয়েছে।’
চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে মালয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র ভারতের
Web Desk, ABP Ananda
Updated at:
24 Oct 2018 02:33 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -