নয়াদিল্লি: ব্যাটে রান নেই দীর্ঘদিন ধরে। শতরান নেই প্রায় ২ বছর হতে চলল। স্বাভাবিকভাবেই সমালোচনায় বারবার বিদ্ধ হতে হচ্ছে বিরাট কোহলিকে (virat kohli)। এবার ভারত অধিনায়কের পাশে দাঁড়ালেন ফারুখ ইঞ্জিনিয়ার (farokh engineer)। তিনি মনে করেন বিরাটও একজন মানুষ। সবসময় তাঁর পক্ষে সমর্থকদের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়।


আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরেই রানের মধ্যে নেই বিরাট। অর্ধশতরানের ইনিংস মাঝে কয়েকটা খেললেও শতরান নেই তাঁর ব্যাটে। ইংল্য়ান্ড সফরে এখনও পর্যন্ত ব্যর্থতাই সঙ্গী। এই পরিস্থিতিতে কিং কোহলির ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছেন  অনেকেই। প্রাক্তন ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান ফারুখ ইঞ্জিনিয়ার বলেন, 'বিরাট বিশ্বের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান। ওঁর মতো এই তালিকায় জো রুটও রয়েছে যে রান করছে। বিরাট যেমন প্লেয়ার, যখনই ও মাঠে নামে আমরা ওঁর থেকে শতরান আশা করি। কিন্তু এটাও মনে রাখতে হবে যে বিরাটও একজন মানুষ। আর মানুষ মাত্রেই ভুল করে। অনেক সময় ভাগ্যও সহায় হয় না। যখন ব্যাটে কানায় লেগে বা খোঁচা লেগে আউট হতে হয়।' এরপরই ফারুখ ইঞ্জিনিয়ার আরও বলেন, 'আমি কোনওভাবই বিরাটের সমালোচনা করব না। ওঁ এখনও সেরা প্লেয়ার। এখনও ওঁ ৪০, ৫০ রান করছে। বিরাট একজন ক্লাস প্লেয়ার।'


ভারত অধিনায়কের অগ্রাসী মনোভাবেরও প্রশংসা করেন প্রাক্তন এই ক্রিকেটার। মাঠে যেভাবে সতীর্থদের সবসময় তাতিয়ে রাখেন বিরাট, তার জন্য দরাজ সার্টিফিকেট দিয়ে ইঞ্জিনিয়ার বলেন, 'ওঁর অগ্রাসী মনোভাবের আমি সবসময় সমর্থন করি। ভারতীয় ক্রিকেটের জন্য যা ভীষণ ভাল। বিরাটের মত ক্রিকেটারের জন্য আমার গর্ব হয়, যে চোখে চোখ রেখে লড়তে জানে প্রতিপক্ষের বিরুদ্ধে। ইংল্যান্ড ক্রিকেটারদের যা ভীষণভাবে আঘাত করেছে।'


লর্ডসে বিরাটের নেতৃত্বে ১৫১ রানের বিশাল ব্য়বধানে ইংল্য়ান্ডের বিরুদ্ধে জয় পেয়েছে ভারতীয় দল। আগামী ২৫ অগাস্ট সিরিজের তৃতীয় টেস্টে খেলতে নামবে টিম ইন্ডিয়া।