সিডনি: ব্যাট হাতে রোহিত শর্মার একক প্রচেষ্টা শেষপর্যন্ত জয় এনে দিতে পারল না ভারতকে। অস্ট্রেলিয়ার কাছে ৩৪ রানে হারল ভারত। ১২৯ বলে ১৩৩ রানের দুরন্ত ইনিংস খেলে রোহিত আউট হওয়ার পরই  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম  ম্যাচে হার নিশ্চিত হয়ে যায় ভারতের। ৪ রানে তিন উইকেট হারানোর পর রোহিত ও মহেন্দ্র সিংহ ধোনির জুটিতে ১৩৭ রান যোগ হয়। ধোনি করেন ৯৬ বলে ৫১ রান। ৩২.২ ওভারে ১৪১ রানে ধোনি আউট হওয়ার পর উইকেটের অপরপ্রান্তে রোহিতকে উইকেটের অন্যপ্রান্তে দীনেশ কার্তিক বা রবীন্দ্র জাডেজা যথেষ্ট সাহায্য করতে পারেননি। প্রয়োজনীয় রান রেট চড়চড় করে বাড়ছিল। রোহিতের ব্যাটে ঝড় তখনও ভারতের জয়ের আশা টিকিয়ে রেখেছিল।  কিন্তু দীনেশ কার্তিক মাত্র ১২ রান করে ফিরে যান। ১৭৬ রানে ভারতের পঞ্চম উইকেট পড়ে। এরপর জাডেজাও ৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। ২১৩ রানে ষষ্ঠ উইকেট হারায় ভারত। এরপর ৪৫.৪ ওভারে বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যান রোহিত।২২১ রানে সপ্তম উইকেট পড়ে ভারতের।  রোহিতের ইনিংসে রয়েছে ১০ বাউন্ডারি ও ছয়টি ওভারবাউন্ডারি।শেষপর্যন্ত ভারত ৫০ ওভারে করে ৯ উইকেটে ২৫৪ রান। ভূবনেশ্বর কুমার ২৩ বলে ২৯ রান করে অপরাজিত থেকে যান।

অস্ট্রেলিয়ার হয়ে জে রিচার্ডসন ২৪ রানে ৪, বেহরেনডোর্ফ ৩৯ রানে ২, স্টোয়নিস ৬৬ রানে ২ এবং সিডল ১ উইকেট পেয়েছেন।

এর আগে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ২৮৮/৫। রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ভারত। চার রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বসে তারা। ফিরে যান অধিনায়ক বিরাট কোহলি, শিখর ধওয়ন এবং অম্বাতি রায়াডু।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অ্যারন ফিঞ্চ। ইনিংসের তৃতীয় ওভারেই অস্ট্রেলিয়াকে ধাক্কা দেন ভুবনেশ্বর কুমার। তাঁর বলে ফিরে যান ফিঞ্চ। তবে মিডল অর্ডারের প্রায় প্রত্যেকেই বড় রান পাওয়ায় ভদ্রস্থ স্কোর তোলেন অজিরা। উসমান খাওয়াজা ৫৯ রান করেন। শন মার্শ করেন ৫৪। পিটার হ্যান্ডসকম্ব ৭৩ রান করেন। শেষ দিকে চালিয়ে খেলে মার্কাস স্টোইনিস ৪৩ বলে ৪৭ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ যাদব ও ভুবনেশ্বর দুটি করে উইকেট।