নয়াদিল্লি: ধর্মশালা টেস্টে বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতের অধিনায়ক অজিঙ্ক রাহানেকে প্রশংসায় ভরিয়ে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল। তিনি বলেছেন, ‘ভারতের সৌভাগ্য যে রাহানের মতো অস্থায়ী অধিনায়ক পেয়েছে। ও অসাধারণ নেতৃত্ব দিয়েছে। স্থায়ী অধিনায়ক যেভাবে নেতৃত্ব দেয়, তার চেয়ে আলাদাভাবে দলকে চালানো সহজ নয়। এই পরিস্থিতিতে সাধারণত অস্থায়ী অধিনায়ক সংশয়ে পড়ে যায়। কী করবে বুঝতে পারে না। কিন্তু রাহানে ঠিক কাজটাই করেছে। ও নিজের মতো করে দলকে নেতৃত্ব দিয়েছে।’


চ্যাপেলের মতে, অধিনায়ক হিসেবে আগ্রাসী ছিলেন রাহানে। তিনি আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়েছেন, নিজের কাজটা ঠিকমতো করেছেন। কোহলি ও রাহানের অধিনায়কত্বের ধরন আলাদা। তবে রাহানেও ভালই নেতৃত্ব দিয়েছেন।