অ্যাডিলেড: টি-টোয়েন্টি বিশ্বকাপে অঘটন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে হেরে সেমিফাইনালে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়া বাহিনীকে ১৩ রানে হারিয়ে দিল ডাচ বাহিনী। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে উঠতে গেলে এই ম্যাচ জিততেই হত দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু ডাচ বোলিং লাইন আপের সামনে এদিন ভেঙে পড়ে প্রোটিয়াদের ব্য়াটিং লাইন আপ। 


এদিন প্রথমে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। নেদারল্যান্ডসের হয়ে ওপেনে নেমে মাইবার্গ ৩৭ রান করে ও ম্যাক্স ও ডড ২৯ রানের ইনিংস খেলেন। টম কুপার ৩৫ রানের ইনিংস খেলেন। অকারম্যান ২৬ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের ২০ ওভার শেষে রান হয় ৪ উইকেট হারিয়ে ১৫৮। 


জবাবে ব্য়াট করতে নেমে কুইন্টন ডি কক ১৩ ও অধিনায়ক তেম্বা বাভুমা ২০ রান করে ফিরে যান। রাইলি রসৌ ২৫ রান করেন। তবে দলের ২ প্রধান ব্যাটার মারক্রাম ও মিলার রান পাননি। ২ জনেই ১৭ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান বোর্ডে তুলতে পারে দক্ষিণ আফ্রিকা। এদিকে দক্ষিণ আফ্রিকা ছিটকে যাওয়ায় বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের মধ্যে যে জিতবে সেই সেমিফাইনালে উঠ


আজ মেলবোর্নে ভারত-জিম্বাবোয়ে (IND vs ZIM) দ্বৈরথ। ভারতীয় সময় দুপুর ১.৩০টায় ম্যাচ। কিন্তু অস্ট্রেলিয়ায় এখন যে আবহাওয়া, তাতে এমসিজিতে (Melbourne Cricket Ground) আজ পুরো ম্যাচ করা সম্ভব হবে? জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে যদি ভারত জিতে যায়, তবে সেমির টিকিট নিশ্চিত করে ফেলবে ভারত। কিন্তু বৃষ্টি যদি তাল কাটে সেক্ষেত্রে আবার পয়েন্ট ভাগ করে নেওয়া হবে। 


কেমন থাকবে মেলবোর্নের আবহাওয়া?


এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৪টি খেলায় বৃষ্টি তাল কেটেছে। তার মধ্যে তিনটি ম্যাচে কোনও বলই খেলানো সম্ভব হয়নি। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। প্রায় ২৯ শতাংশ মেঘলা আকাশ থাকবে। ৭১ শতাংশ আর্দ্রতা থাকবে।


ডাচদের বিরুদ্ধে হেরে যাওয়ায় বিশ্বকাপ থেকে প্রায় ছিটকেই গেল দক্ষিণ আফ্রিকা। সেক্ষেত্রে মেলবোর্নে ভারত বনাম জিম্বাবোয়ে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও ভারতীয় দল সেমিতে চলে যাবে। অন্যদিকে পাকিস্তানের সেমিতে যাওয়ার সম্ভাবনা বেড়ে গেল। তারা বাংলাদেশকে হারালেই সেমিতে পৌঁছে যাবে। তবে বাংলাদেশ যদি জিতে যায় আবার অঙ্ক বদলে যেতে পারে।