টোকিও: টোকিও অলিম্পিক্সে মহিলাদের বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন লভালিনা বোর্গোহায়েন। জার্মানির নাদিন আপেতজকে হারিয়ে দিলেন তিনি। বক্সিংয়ে ৬৯ কেজি বিভাগে জয় পেলেন লভোলিনা। ম্য়াচে ৩-২ ব্যবধানে জয় পেলেন লভলিনা। মেরি কমের পর এবার লভলিনাকে নিয়েও টোকিও পদকের আশা দেখা শুরু করেছেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। 


বক্সিংয়ের সঙ্গে সঙ্গে এদিন হকিতেও সাফল্য এসেছে ভারতের। হকিতে পুল এ গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে জয় ভারতের। স্পেনের বিরুদ্ধে ৩-০ গোলে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। জোড়া গোল করলেন রুপিন্দর পাল সিং। একটি গোল করেন সিমরনজিৎ সিং। স্পেন বরাবর শক্ত প্রতিপক্ষ। কিন্তু এদিন ম্য়াচে ডিফেন্স লাইন একেবারে আঁটোসাটো রেখেছিল ভারতীয় দল। তার জন্যই কোনও গোলও হজম করতে হয়নি তাঁদের। এদিন ম্যাচের প্রথম গোলটি করেন সিমরনজিৎ সিং ১৪ মিনিটের মাথায়। এরপরই ১৫ মিনিটে দ্বিতীয় গোলটি করেন রুপিন্দর পাল সিং। শেষ কোয়ার্টারে ৫১ মিনিটের মাথায় ম্যাচের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন রুপিন্দর। গোটা ম্যাচ জুড়েই স্পেন একাধিকবার আক্রমণ করলেও কোনওভাবেই গোলের মুখ খুলতে পারেননি স্পেনের প্লেয়াররা। এরই মধ্যে আবার একবার হলুদ কার্ড দেখে বসেন স্পেনের অধিনায়কও। তাঁকে ৫ মিনিট খেলার থেকে বিরতও থাকতে হয়। কিন্তু তিনি কোর্টে ফিরে এসেও ম্যাচের গতিপথ আর বদলাতে পারেননি। এই জয়ের ফলে আত্মবিশ্বাস ফিরে পাবেন ভারতীয় হকি প্লেয়াররা। যা তাঁদের আগামী ম্যাচে নামার আগে সাহায্য করবে। আগামী বৃহস্পতিবার আর্জেন্তিনার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। 


এর আগে অবশ্য সকালে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ফাইনালে উঠতে ব্যর্থ তাঁরা। দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে প্রথম স্থান অর্জন করেছিল এই জুটি। কিন্তু দ্বিতীয় রাউন্ডে আশাহত করে সপ্তম স্থানে শেষ করেন মনু-সৌরভ। অলিম্পিক্সে পদক পাওয়ার সুযোগেই এদিন নেমেছিল ভারতের শ্যুটারদের সামনে। ভাল পারফরম্যান্স দেখাতে পারলে সকালেই পদক পেতে পারতেন মনু ভাকের ও সৌরভ চৌধুরী এবং যশস্বিনী সিংহ দেশোয়াল ও অভিষেক ভার্মা। কিন্তু তা আর হয়ে উঠল না।