মেলবোর্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) সুপার ১২-তে নিজেদের শেষ ম্যাচে আজ জিম্বাবোয়ের  (Zimbabwe) বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এদিনের প্রথম ম্য়াচে নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়ায় টিম ইন্ডিয়ার সেমিতে পৌঁছনো নিশ্চিত হয়ে গিয়েছে। মেলবোর্নে ভারতীয় সময় দুপুর ১.৩০টায় ম্যাচ হবে। আজ জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় একাদশে কি কোনও বদল হতে পারে?


কার্তিকের বদলে ফিরতে পারেন পন্থ


টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত একটি ম্যাচেও একাদশে ছিলেন না পন্থ। দীনেশ কার্তিক আগের সব ম্যাচ খেলেছেন। রান যদিও সেভাবে পাননি। কিন্তু পন্থকে রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হয়েছে। এই পরিস্থিতিতে যেহেতু নিয়মরক্ষার ম্যাচ তাই পন্থকে একবার সুযোগ দেওয়া হতেই পারে। কার্তিককে যদি একান্তই বসানো না হয়, তবে একজন অতিরিক্ত ব্যাটার হিসেবেও পন্থকে খেলানো হতে পারে। সেক্ষেত্রে অক্ষর পটেলের জায়গায় খেলানো হবে দিল্লির তরুণকে। তবে এখনও পর্যন্ত দীনেশ কার্তিকের যা ব্যাটিং ফর্ম তাতে হয়ত অভিজ্ঞ এই উইকেট কিপারকে বসিয়ে পন্থকেই সুযোগ দেওয়া হতে পারে। 


কেমন থাকবে মেলবোর্নের আবহাওয়া?


এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৪টি খেলায় বৃষ্টি তাল কেটেছে। তার মধ্যে তিনটি ম্যাচে কোনও বলই খেলানো সম্ভব হয়নি। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। প্রায় ২৯ শতাংশ মেঘলা আকাশ থাকবে। ৭১ শতাংশ আর্দ্রতা থাকবে।


নেদারল্যান্ডসের প্রোটিয়া বধ


এদিন প্রথমে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। নেদারল্যান্ডসের হয়ে ওপেনে নেমে মাইবার্গ ৩৭ রান করে ও ম্যাক্স ও ডড ২৯ রানের ইনিংস খেলেন। টম কুপার ৩৫ রানের ইনিংস খেলেন। অকারম্যান ২৬ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের ২০ ওভার শেষে রান হয় ৪ উইকেট হারিয়ে ১৫৮। 


জবাবে ব্য়াট করতে নেমে কুইন্টন ডি কক ১৩ ও অধিনায়ক তেম্বা বাভুমা ২০ রান করে ফিরে যান। রাইলি রসৌ ২৫ রান করেন। তবে দলের ২ প্রধান ব্যাটার মারক্রাম ও মিলার রান পাননি। ২ জনেই ১৭ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান বোর্ডে তুলতে পারে দক্ষিণ আফ্রিকা।