কলকাতা: মোটামুটি ঠিকই ছিল। অবশেষে সিলমোহর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বিরাট কোহলি সরে যাওয়ার পরে ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হল রোহিত শর্মাকেই (Rohit Sharma)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ভারতীয় দল নিয়ে নামবেন মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান।


টি-টোয়েন্টি বিশ্বকাপের অনেক আগেই বিরাট কোহলি ঘোষণা করেছিলেন যে, তিনি আর জাতীয় দলকে ক্রিকেটের এই ফর্ম্যাটে নেতৃত্ব দেবেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপই হবে অধিনায়ক হিসাবে তাঁর শেষ টুর্নামেন্ট। তখন থেকেই জল্পনা চলছিল যে, টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হবে রোহিতকেই।


যদিও কোনও কোনও মহল থেকে বলা হচ্ছিল যে, টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে কে এল রাহুলের মতো কারও হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হতে পারে বলেও জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কেউ কেউ।


তবে শেষ পর্যন্ত রোহিতকে অধিনায়ক করেই দল ঘোষণা করল ভারত। রাহুলকে সেই দলের সহ অধিনায়ক করা হয়েছে। আর কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট-হীন ভারতীয় দল খেলবে।


প্রত্যাশিতভাবেই দলে সুযোগ পেয়েছেন আইপিএলে দুর্দান্ত খেলা কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়ার। দলে ফিরেছেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহালও। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যাঁকে না রাখা নিয়ে বিস্তর হইচই হয়েছিল। এছাড়া আইপিএলে ভাল পারফরম্য়ান্সের স্বীকৃতি হিসাবে দলে সুযোগ পেয়েছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়।


পেসারদের মধ্যে যশপ্রীত বুমরা ও মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফিরেছেন মহম্মদ সিরাজ। সুযোগ পেয়েছেন দিল্লি ক্যাপিটালসের আবেশ খান। বাদ পড়েছেন রাহুল চাহার।


নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দল: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, আর অশ্বিন, অক্ষর পটেল, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল পটেল ও মহম্মদ সিরাজ।