কলকাতা: মেট্রো ডেয়ারির (Metro Dairy) শেয়ার সস্তায় বিক্রির বড় অভিযোগ। কংগ্রেস (Congress) নেতা অধীর চৌধুরীর (Adhir Chowdhury) করা জনস্বার্থ (PIL) মামলায় এবার নতুন মোড়। আদালত নির্দেশ দিলে তদন্ত করতে প্রস্তুত সিবিআই, এমনটাই খবর। 


জানা গিয়েছে, ১৬ ডিসেম্বর চূড়ান্ত শুনানি মেট্রো ডেয়ারি মামলার। ১০ ডিসেম্বরের মধ্যে সবপক্ষকে অবস্থান জানানোর নির্দেশ। এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জলের দরে সিঙ্গাপুরের সংস্থাকে শেয়ার বিক্রির অভিযোগ করা হয়েছিল। রাজ্যের ৪৭% শেয়ার নামমাত্র দামে বিক্রির বড়  অভিযোগ। নামমাত্র দামে বিক্রির এই অভিযোগটি করেছিলেন অধীর চৌধুরী। তিনি শেয়ার বিক্রির তদন্ত চেয়ে মামলা করেন।


আরও পড়ুন, রাজ্য মন্ত্রিসভায় রদবদল, নতুন পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়, অর্থ দফতর মুখ্যমন্ত্রীর হাতেই


এদিন অধীর চৌধুরী বলেন, "আদালত নির্দেশ দিলে সিবিআইকে তদন্ত কর‍তেই হবে। আদালতে আমি এটাই দাবি করেছিলাম যে পশ্চিমববঙ্গে মেট্রো ডেয়ারির একটা বড় কেলেঙ্কারি হতে চলেছে। কারণ মেট্রো ডেয়ারির যে সরকারি চেয়ার ছিল ৪৭ শতাংশ। সেটা বেসরকারি পুঁজিপতিকে বিক্রি করা হয়েছে সেটা মাত্র ৮৫ কোটি টাকায়। অথচ সেই বেসরকারি সংস্থা কেভেন্টার, যারা রাজ্যের থেকে ৪৭ শতাংশ শেয়ার কিনল। তাঁরা ১৫ শতাংশ সিঙ্গাপুরের সংস্থাকে বিক্রি করে রোজগার করল ১৩৫ কোটি টাকা। স্বাভাবিক ভাবে এই গোটা চুক্তির মধ্যে দুর্নীতির ছায়া রয়েছে।  আমার মনে হয়েছে এর নিরপেক্ষ সুস্থ তদন্ত হওয়া প্রয়োজন। জলের দরে বেসরকারি সংস্থাকে বিক্রি করা হয়েছে। হাইকোর্টের দ্বারস্ত হয়েছিলাম। এর সত্যতা জানা উচিত মানুষের।"


অন্যদিকে, নতুন করে রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস মামলার (Post Poll Violance) তদন্তের রিপোর্ট দিতে হবে সিবিআই (CBI) এবং সিট-কে (SIT)। সোমবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে নতুন রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সেইসঙ্গে হাইকোর্ট জানিয়েছে, তদন্ত শেষ হলে তারপর ক্ষতিপূরণের (compensation) প্রশ্ন। 


রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস (Post Poll Violence) মামলায় নতুন মোড়।  কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, তদন্ত শেষ হওয়ার পরই ক্ষতিপূরণের প্রশ্ন।  পাশাপাশি, CBI এবং SIT-কে নতুন করে তদন্তের রিপোর্ট জমা দিতে বলেছে আদালত।