নয়াদিল্লি: গত বছর কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ব্রোঞ্জ জিতেছিলেন। এবার বস্টনে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে নিউ ব্যালান্স ইন্ডোর গ্রান্ড পিক্স খেতাব জিতলেন ভারতের তেজস্বিন শঙ্কর। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ইন্ডোর ট্যুর গোল্ড প্রতিযোগিতায় ২.২৬ মিটার দূরত্ব অতিক্রম করেন। ৩৮ বছর বয়সি ডোনাল্ড থমাসকে হারিয়ে দেন তেজস্বিন। যিনি ২০০৭ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন। ২.২৩ মিটার দূরত্ব অতিক্রম দ্বিতীয় স্থানে রয়েছেন ডোনাল্ড। চার বারের অলিম্পিক্স খেলা এই অ্যাথলিট ২০১০ সালে দিল্লি কমনওয়েলথ গেমসে হাইজাম্পে চ্যাম্পিয়ন হয়েছিলেন।
ফিরছেন জাডেজা
এশিয়া কাপের মাঝপথেই চোটের কারণে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। চোট সারাতে হাঁটুর অস্ত্রোপ্রচার করাতেও বাধ্য হন ভারতীয় (Indian Cricket Team) তারকা অলরাউন্ডার। তারপর দীর্ঘ পাঁচ মাস মাঠের বাইরেই ছিলেন জাডেজা। অবশেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজেই দীর্ঘ সময় পরে ফের একবার জাতীয় দলের হয়ে জাডেজাকে খেলতে দেখা যেতে পারে। মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন ভারতীয় তারকা।
মাঠের বাইরে পাঁচ মাস
তবে হাঁটুর অস্ত্রোপ্রচারের পর ফিট হয়ে তাঁর এই মাঠে ফেরার পথটা কিন্তু একেবারেই সহজ ছিল না। তাঁর ফিরে আসার সেই কঠিন সফরের বিষয়ে কথা বলতে গিয়ে জাডেজা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (NCA) ট্রেনারদের ধন্যবাদ জানান। সম্প্রতি বিসিসিআইয়ের শেয়ার করা একটি ভিডিওতে জাডেজা বলেন, 'প্রায় পাঁচ মাস পরে আবার জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পারায় আমি উচ্ছ্বসিত। আমার উপর আবার ভরসা দেখিয়ে জাতীয় দলে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। পাঁচ মাস ক্রিকেট খেলতে না পারাটা ভীষণই হতাশাজনক এবং বিরক্তিকরও বটে। আমি যত দ্রুত সম্ভব ফিট হয়ে ভারতের জার্সিতে মাঠে নামতে উদগ্রীব হয়ে ছিলাম।'
ছুটির দিনেও কাজ