কানপুর: শুরুটা ভাল করেও বড় রান করতে পারল না ভারত। কানপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৭ রান করল ভারত। অধিনায়ক বিরাট কোহলি (২৯), দীর্ঘদিন পর দলে ফেরা সুরেশ রায়না (৩৪) ইনিংসের শুরুটা ভাল করেও বড় রান করতে পারলেন না। মহেন্দ্র সিংহ ধোনি শেষপর্যন্ত ২৭ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। লোয়ার অর্ডার ব্যর্থ হওয়ায় ১৫০ পেরোতে পারল না ভারত।
এদিন লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন বিরাট। ওপেনিং জুটিতে ৩৪ রান ওঠে। বিরাট ও রায়নার জুটিতেও ভালই রান উঠছিল। কিন্তু বিরাট ফিরে যাওয়ার পরেই রানের গতি কমে যায়। নিয়মিত উইকেট পড়তে থাকে। শেষদিকে ধোনি সঙ্গীর অভাবে ব্যাটে ঝড় তুলতে পারলেন না।
কানপুরে ১৪৭ রানেই শেষ ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
26 Jan 2017 06:16 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -