India World Cup Squad 2023 Live: ঘোষিত হয়ে গেল বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল
India Squad for ICC ODI World Cup 2023 Live Updates: বোর্ডের তরফে মঙ্গলবার ক্যান্ডির এক হোটেলে এক সাংবাদিক বৈঠক আয়োজনের কথা জানানো হয়েছে। সেখানেই বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার দল ঘোষণা করা হবে।
২ জন স্পিনার অলরাউন্ডার হিসেবে বেছে নেওয়া হয়েছে অভিজ্ঞ রবীন্দ্র জাডেজা ও তরুণ অলরাউন্ডার অক্ষর পটেলকে।
পেস বোলিং বিভাগে তিন স্পেশালিস্ট সিমার রাখা হয়েছে। মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা।
এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করা হলেও, বিশ্বকাপের জন্য ১৫ জনেরই দল ঘোষণা করা যাবে। এশিয়া কাপে সঞ্জু স্যামসন ও তিলক ভার্মা সুযোগ পেলেও বিশ্বকাপের স্কোয়াডে ডাক পেলেন না দুজনে। তবে দলে পরবর্তীতে আইসিসির অনুমতি রদবদল ঘটানোর সুযোগ রয়েছে।
১৫ সদস্যের দলে সুযোগ পাননি সঞ্জু স্য়ামসনও। উইকেট কিপার ব্যাটার হিসেবে কে এল রাহুল ছাড়া সুযোগ পেয়েছেন ঈশান কিষাণ।
একজন স্পেশালিস্ট স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব। সুযোগ পেলেন না যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন।
রোহিতের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে হার্দিক পাণ্ড্যকে। মিডল অর্ডারে কে এল রাহুল ও শ্রেয়স আইয়ার।
সূর্যকুমার যাদবকে ১৫ সদস্যের দলে রেখেছেন নির্বাচকরা। তিলক ভার্মা সুযোগ পেলেন না।
বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা। রোহিত শর্মার নেতৃত্বে খেলতে নামবে ভারতীয় দল। দলে সূর্যকুমার যাদব। বাদ পড়লেন তিলক ভার্মা।
প্রেক্ষাপট
মুম্বই: বর্তমানে শ্রীলঙ্কায় ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) এশিয়া কাপ খেলতে ব্যস্ত। আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপের (ODI world Cup 2023) আগে নিজেদের শক্তি ও দুর্বলতা পরখ করে নেওয়ার সুযোগ রয়েছে এই টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের মাঝেই ৫ সেপ্টেম্বর, মঙ্গলবার বিশ্বকাপের জন্য ভারতের প্রাথমিক ১৫ সদস্যের দলের ঘোষণা করা হবে।
বোর্ডের তরফে মঙ্গলবার ক্যান্ডির এক হোটেলে এক সাংবাদিক বৈঠক আয়োজনের কথা জানানো হয়েছে। সেখানেই বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার দল ঘোষণা করা হবে। দুপুর ১.৩০ টা নাগাদ এই বৈঠকটি আয়োজিত হবে। বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করার কিন্তু কালই শেষ দিন। তাই বাধ্য হয়েই অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটিকে কালকে দল ঘোষণা করতেই হত। হচ্ছেও তাই।
এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করা হলেও, বিশ্বকাপের জন্য ১৫ জনেরই দল ঘোষণা করা যাবে। তাই ভারতের এশিয়া কাপ দলে সুযোগ পাওয়া অন্তত দুই তারকা এই বিশ্বকাপের দল থেকে বাদ পড়বেন। তবে দলে পরবর্তীতে আইসিসির অনুমতি রদবদল ঘটানোর সুযোগ রয়েছে।
প্রসঙ্গত, বিশ্বকাপের দল ঘোষণা করার আগে ভারতীয় সমর্থকদের মনে যাকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কেএল রাহুল। অস্ত্রোপ্রচার ও দীর্ঘ রিহ্যাবের পর চোট সারাতে পারলেও, এশিয়া কাপের প্রাক্কালে ফের একবার চোটের কবলে পড়েন। সেই কারণেই এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলিতে তিনি ভারতের হয়ে মাঠে নামতে পারেননি। তবে রবিবার সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচের আগে তিনি ফিট হয়ে যাবেন বলেই আশা করা হচ্ছে। বিশ্বকাপ দলেও তাঁর নাম থাকবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -