মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (T20 Series) ও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত ও ইংল্য়ান্ড (Ind vs Eng)। কিন্তু প্রথম টি-টোয়েন্টিতে ভারতীয় দল পাবে না প্রথমসারির বেশ কয়েকজন ক্রিকেটারকে। সেক্ষেত্রে হয়ত আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে যে দল খেলেছে, সেই দলকেই খেলানো হবে। তবে এখনও অফিশিয়ালি কিছু জানানো হয়নি।


বার্মিংহ্যামে আগামী ১ জুলাই থেকে শুরু হতে চলেছে টেস্ট। সেই টেস্টে বিরাট, রোহিত, বুমরা সহ সব সিনিয়ররাই খেলবেন। তবে রোহিত এখনও করোনা মুক্ত নন। তিনি আদৌ খেলবেন কি না তা নিশ্চিত নয়। তবে সূত্রের খবর চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল।


বিসিসিআই সূত্র মারফৎ জানা গিয়েছে যে, ''আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের যে স্কোয়াড টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল, সেই দলই মোটামুটি ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও অংশ নেবে। বিরাট, রোহিত, পন্থ, জাডেজা, বুমরা সহ আরও কয়েকজন রয়েছেন যাঁরা সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকে অংশ নেবেন।''


উল্লেখ্য, ১ জুলাই থেক শুরু হওয়া টেস্ট ম্যাচ চলবে ৫ জুলাই পর্যন্ত। এরপর ৭ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ২ দল। সিরিজের বাকি ২ ম্যাচ হবে ৯ জুলাই ও ১০ জুলাই। 


রোহিতকে নিয়ে চিন্তা বাড়ছে 


বুধবার ফের রোহিতের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এজবাস্টনে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ শুরু হতে আর ৪৮ ঘণ্টাও বাকি নেই। রোহিতকে পেতে মরিয়া ভারতীয় শিবির শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায়। তবে তৈরি রাখা হচ্ছে বিকল্পও। রোহিত একান্তই করোনামুক্ত হতে না পারলে তাঁর পরিবর্তে নেতৃত্ব দিতে পারেন যশপ্রীত বুমরা। যদিও বুধবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছেন যে, রোহিত শেষ পর্যন্ত খেলতে না পারলে কে দলকে নেতৃত্ব দেবেন, সেটা ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।