IND vs SA Live Updates: বিফলে গেল সূর্যকুমারের অর্ধশতরান, ৫ উইকেটে জয় প্রোটিয়া বাহিনীর
IND vs SA: সদ্যই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।
দক্ষিণ আফ্রিকার চতুর্থ উইকেটের পতন। আউট মারক্রাম। উইকেট পেলেন হার্দিক পাণ্ড্য।
সহজ রান আউটের সুযোগ মিস করলেন রোহিত শর্মা।
অশ্বিনের বলে এইডেন মারক্রামের সহজ ক্যাচ মিস করলেন বিরাট কোহলি।
মহম্মদ শামির বলে ফিরলেন তেম্বা বাভুমা (১০ রান)। ক্রিজে এইডেন মারক্রাম ও ডেভিড মিলার। ৮ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩৩/৩।
একই ওভারে জোড়া উইকেট। এবার রিলি রসৌকে ফেরালেন অর্শদীপ। খাতা খোলার আগেই ফিরলেন তিনি।
প্রোটিয়া শিবিরের প্রথম উইকেটের পতন। অর্শদীপের বলে আউট কুইন্টন ডি কক।
প্রথমে ব্যাটিং করে ১৩৩ রান বোর্ডে তুলে নিল ভারতীয় ক্রিকেট দল।
ভারতের স্কোর ৭ উইকেট হারিয়ে ১২৫ রান।
দুরন্ত ব্যাটিং সূর্যকুমার যাদবের। ৩০ বলে অর্ধশতরান পূরণ করলেন এই ডানহাতি ব্যাটার।
গতির সামনে নাকানিচোবানি খাচ্ছে ভারতীয় ব্য়াটিং। ক্যাচ আউট হয়ে ফিরলেন হার্দিক পাণ্ড্য।
পারথে ভারতীয় ব্যাটিংয়ে ভাঙন। ৪ উইকেটের পতন। ফিরলেন হুডাও।
ভাল শুরু করেও দ্রুত ফিরলেন বিরাট। ছক্কা হাঁকাতে গিয়ে এনগিডির বলে ক্যাচ আউট হলেন।
ফের উইকেটের পতন ভারতের। ফিরে গেলেন কে এল রাহুল।
ভারতের প্রথম উইকেটের পতন। ১৫ রান করে প্যাভিলিয়নে ফিরলেন রোহিত শর্মা।
দ্রুত রান তুলছেন রোহিত ও রাহুল। ৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২১ রান বোর্ডে তুলল ভারত।
প্রথম ওভারে কোনও রানই করতে পারল না ভারত।
এই ম্যাচ জিতলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলবে ভারত।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক রোহিত শর্মার। একাদশে অক্ষরের বদলি দীপক হুডা।
এই ম্যাচে আর ২৮ রান করলেই টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যাবেন বিরাট কোহলি।
প্রেক্ষাপট
পারথ: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) নিজেদের প্রথম দুই ম্যাচই জিতেছে ভারতীয় দল। ধারাবাহিকতা অব্যাহত রাখতে জয়ের লক্ষ্য নিয়েই রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবেন রোহিত শর্মারা। এই ম্যাচে জয় মানে কার্যত নিশ্চিত সেমিফাইনালের টিকিট। অপরদিকে, প্রোটিয়া দলও এখনও বিশ্বকাপে হারেনি। যদিও জিম্বাবোয়ের বিরুদ্ধে তাঁদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। তাই আজকে জয় পেলে তাঁরাও সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে দেবেন।
বিশ্বকাপে নামার আগেই ভারতীয় দল প্রোটিয়া দলকে নিজেদের ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে। তাই সেই আত্মবিশ্বাসটা কিন্তু থাকবেই। ম্যাচে নজরে মূলত দুই তারকা, কেএল রাহুল (KL Rahul) ও রাইলি রুসো। রাহুল বিশ্বকাপে এখনও পারফর্ম করতে সম্পূর্ন ব্যর্থ। অপরদিকে, রুসো ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে শতরানের পর গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধেও সেঞ্চুরি করেছেন। তাই স্বাভাবিকভাবেই তাঁর দিকে নজর থাকবে। এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -