মুম্বই: আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। আর সেই টুর্নামেন্টে অংশ নিতে আগামী ৬ অক্টোবর অস্ট্রেলিয়া পাড়ি দিচ্ছে ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team)। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার ২ দিন পরেই অস্ট্রেলিয়ার বিমান ধরছেন বিরাটরা। সেখানে প্রস্তুতি শিবির হবে। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেই রোহিতরা যেখানে অস্ট্রেলিয়া উড়ে যাবেন। অন্যদিকে, শিখর ধবনের নেতৃত্বে ওয়ান ডে সিরিজ খেলতে নামবে আরও একটি ভারতীয় দল।


অক্টোবর ১৩ পর্যন্ত পারথে অনুশীলন সারবে ভারতীয় দল। সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এরপর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টো ওয়ার্ম আপ ম্যাচ খেলবে রোহিত বাহিনী।


টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে এমন পাঁচ ক্রিকেটার রয়েছেন যাঁদের অস্ট্রেলিয়ার মাটিতে সিনিয়র পর্যায়ে খেলার কোনও অভিজ্ঞতা নেই। তাঁরা হলেন, সূর্যকুমার যাদব, হর্ষল পটেল, অর্শদীপ সিংহ, দীপক হুডা ও রবি বিষ্ণোই।


অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2022) আসর বসতে আর মাত্র দুই সপ্তাহ মতো বাকি। ইতিমধ্যেই বিশ্বকাপের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, ধীরে ধীরে চড়ছে উত্তেজনার পারদও। এরই মাঝে আইসিসির তরফে আসন্ন বিশ্বকাপের পুরস্কারমূল্য ঘোষণা করে দেওয়া হল। আজ, শুক্রবারই (৩০ সেপ্টেম্বর) আইসিসির তরফে বিশ্বকাপে কোন পর্যায়ে পৌঁছলে কোন দল কত টাকা (ICC T20 World Cup 2022 Prize Money) পাবে, তার পুরোটাই ঘোষণা করে দেওয়া হয়েছে।


বিজয়ীদের পুরস্কারমূল্য কত?


বিশ্বকাপের পুরস্কার বাবদ আইসিসি মোট ৫.৬ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫.৬৬ কোটি টাকা) খরচ করতে চলেছে। এর মধ্যে বিশ্বকাপজয়ী দলই ১.৬ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৩ কোটি টাকা পুরস্কারমূল্য পাবে। ফাইনালে পরাজিত দলকে বিজয়ী দলের অর্ধেক অর্থাৎ প্রায় ৬.৫ কোটি টাকা মতো পুরস্কারমূল্য হিসাবে দেওয়া হবে। সেমিফাইনালে পৌঁছনো বাকি দুই দলকে দেওয়া হবে ৪ লক্ষ ডলার (প্রায় ৩.২৬কোটি টাকা) মতো। আর সুপার ১২ পর্যায়েই যে বাকি আটটি দল বিদায় নেবে, তাদের পুরস্কারমূল্য হিসাবে ৭০ হাজার ডলার (প্রায় ৫৭.০৯ লক্ষ টাকা) করে দেওয়া হবে।