নয়াদিল্লি: সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করতে চলেছে ভারত। আগামী ৪ অক্টোবর প্রথম ম্যাচে খেলতে নামবে সুনীল ছেত্রীর দল। মলদ্বীপে হতে চলেছে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ। সেই টুর্নামেন্টে এর পরে শ্রীলঙ্কা, নেপাল ও মলদ্বীপের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে, ১০অক্টোবর নেপালের বিরুদ্ধে ও ১৩ অক্টোবর মলদ্বীপের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল।


সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের পারফরম্যান্স সবসমই ভাল। ৭ বার এই টুর্নামেন্টে জয় পেয়েছে মেন ইন ব্লুজরা। মলদ্বীপের রাজধানী মালেতে হতে চলা এই টুর্নামেন্ট রাউন্ড রবিন লিগ ফর্ম্যাটে হবে। মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে হবে এই টুর্নামেন্ট। রাউন্ড রবিন লিগের পর প্রথম ২ টো দলের মধ্যে ফাইনাল আয়োজিত হবে আগামী ১৬ অক্টোবর। 


জামাল ভুঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ দলের বিরুদ্ধে নামার আগে বেশ আত্মবিশ্বাসী ভারতীয় দল। ২০১৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত শেষ সাফ কাপে মলদ্বীপের বিরুদ্ধে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্টে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল সুনীলদের। তবে এবার ট্রফি জিততে মরিয়া ইগর স্টিমাচের দল। 


তবে সাফ গেমসে পাওয়া যাবে না ভারতের অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকে। ক্রোয়েশিয়ার প্রথম সারির ক্লাব এইচএনকে সিবেনিকে যোগ দিয়েছেন ভারতের ফুটবলার সন্দেশ ঝিঙ্গান। সইপর্ব মিটে যাওয়ার পরই উচ্ছ্বসিত ভারতীয় ফুটবলমহল। রোমাঞ্চিত ঝিঙ্গান নিজেও। স্বপ্ন সফল হওয়ার মতো মনে হচ্ছে, জানিয়েছেন ঝিঙ্গান। 


ফুটবল বিশ্বের অন্যতম কুলীন দেশ ক্রোয়েশিয়া। ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট। লুকা মদ্রিচ, ইভান রাকিতিচ, ইভান পেরিসিচদের খেলা গোটা বিশ্বে সমাদৃত। সেই ক্রোয়েশিয়ার প্রথম সারির ক্লাবে যোগ দেওয়ার পর সিবেনিকের কোচ ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন ঝিঙ্গান।বলেছেন, ‘আমি কেরিয়ারের এমন একটা পর্যায়ে রয়েছি যেখানে আমি নিজেকে সর্বোচ্চ স্তরে ফেলে পরীক্ষা করতে চাই এবং আমার মতে এই পরিকল্পনা বাস্তবায়িত করার এটাই আমার কাছে সেরা সময়। আমি বরাবরই ইউরোপে খেলার স্বপ্ন দেখতাম এবং সেই স্বপ্ন সত্যি হয়েছে। খেলার সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেব।’