ভারত সফরের সাফল্য সর্বকালের সেরার তকমা দিতে পারে, মত স্টিভ স্মিথের
Web Desk, ABP Ananda | 10 Feb 2017 06:40 PM (IST)
মেলবোর্ন: ভারত সফরের আগে দলকে উজ্জীবিত করার চেষ্টা শুরু করে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁর দাবি, ভারতের মাটিতে বিরাট কোহলির দলের বিরুদ্ধে সাফল্য পেলে অস্ট্রেলিয়ার বর্তমান দল সর্বকালের সেরার তালিকায় স্থান পাবে। অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্র স্মিথকে উদ্ধৃত করে লিখেছে, ‘ভারত সফরে ভাল পারফরম্যান্স দেখাতে পারলে সেটা বিশাল কৃতিত্বের। এই সফর সর্বকালের সেরার তকমা দিতে পারে। অ্যাশেজের আগে এই সিরিজ জিততে পারলে বা ড্র করতে পারলেও বিশাল ব্যাপার হবে। অনেকেই আমাদের গুরুত্ব দিতে চাইছে না। তবে আমরা ফলের কথা ভাবছি না। একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। সেটা বজায় রাখাই লক্ষ্য।’ অস্ট্রেলিয়ার বর্তমান ক্রিকেটারদের মধ্যে স্মিথই স্পিন বোলিংয়ের বিরুদ্ধে সবচেয়ে ভাল ব্যাটিং করেন। সেই কারণে ভারত সফরে নিজে রান করে দলকে সাফল্য এনে দিতে চাইছেন অজি অধিনায়ক। তিনি পিটার হ্যান্ডসকম্বের উপরেও ভরসা করছেন। ভারত সফরের আগে দুবাইয়ে প্রস্তুতি শিবিরের ব্যবস্থা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্মিথের মতে, এই শিবিরের ফলে তাঁদের উপকার হয়েছে। ক্রিকেটাররা সবাই একে-অপরের শক্তি-দুর্বলতা নিয়ে আলোচনা করেছেন।