নয়াদিল্লি: ভারতের অনূর্দ্ধ ১৯ দল  পাঁচ ম্যাচের একদিনের সিরিজে হোয়াইট ওয়াশ করল ইংল্যান্ডকে। পঞ্চম ম্যাচেও চমত্কার ফর্ম ধরে রেখে ভারতের ছোট দের দল হারাল ইংল্যান্ডের অনূর্দ্ধ ১৯ দলকে।
পঞ্চম তথা শেষ ম্যাচে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তারা ভারতের সামনে ২২৩ রানের লক্ষ্য রাখে। চার বল বাকি থাকতেই ৯ উইকেটে ২২৬ রান করে জয়ের ধারা অব্যাহত রাখে ভারত।
ইংল্যান্ডের পক্ষে উইলিয়াম বেক্স সর্বাধিক ৫১ রান করেন। হেরি ব্রুকস ৪৯ এবং লোয়ার অর্ডারে টম লেমনবাই ৩১ এবং হেনরি ব্রুকস অপরাজিত ২৫ রান করেন।
ভারতের লেগ স্পিনার রাহুল চাহর ৬৩ রান দিয়ে চার উইকেট এবং বাঁহাতি স্পিনার অভিষেক শর্মা ৩৩ রান দিয়ে ৩ উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক পৃথ্বী শ (৪৬ বলে ৫২ রান) ঝোড়ো ইনিংস খেলেন। দলের ৮৭ রানের মাথায় আউট হয় পৃথ্বী। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত। এরমধ্যে হার্দিক দেশাই ৪৪ এবং এস রাঝাকৃষ্ণন ৩০ রান করেন। কিন্তু এক রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে একটা সময় ভারতের রান দাঁড়ায় ৯ উইকেটে ২১৭।
ওই অবস্থায় কমলেশ নাগরকোটি (অপরাজিত ২৬) মাথা ঠাণ্ডা রেখে বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন।
এর আগে ভারত টেস্ট সিরিজ ২-০ তে জিতেছে।