কলকাতা: পুরভোটে এবার সাতে সাত তৃণমূল। উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে যে সাতটি পুরসভায় ভোট হল, তার সবক’টিই গেল জোড়া ফুলের দখলে। সাতটির মধ্যে তিনটি পুরসভায় সবকটি ওয়ার্ডে জয়ী তৃণমূল। হাতে গোনা কয়েকটা জায়গায় খাতা খুলল বিজেপি। কিন্তু, সিপিএম-কংগ্রেস খাতা পর্যন্ত খুলতে পারল না সাত পুরসভায়।
হলদিয়া
২৯টি ওয়ার্ডেই জিতে হলদিয়া পুরসভা দখলে রাখল তৃণমূল। ২৯ আসনের এই পুরসভায় বিরোধী প্রার্থীরা কোনও ওয়ার্ডেই জয়লাভ করতে পারেননি। তবে ভোটের পরিমান বাড়িয়ে অধিকাংশ ওয়ার্ডে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। ২০১২-র নির্বাচনে পুরভোট দখল করেছিল বামেরা। পরের বছর বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে বোর্ড গঠন করেছিল তৃণমূল কংগ্রেস।
পাঁশকুড়া
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পাঁশকুড়া পুরসভা দখল করল তৃণমূল। ১৮ আসনের এই পুরসভায় ১৭টি ওয়ার্ডেই জয়লাভ করেছে তৃণমূল। অন্যদিকে ৬ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে বিজেপি প্রার্থী। ৪ এবং ১৫ নম্বর ওয়ার্ড আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল রাজ্যের শাসক দল। একটি আসনে জিতলেও ১৬টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে গেরুয়া শিবির। গত রবিবার ১৬টি ওয়ার্ডে ভোটগ্রহণ হয়। বামেদের সঙ্গে সমঝোতার জেরে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এসেছে বলে দাবি পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর।
নলহাটি
নলহাটি পুরসভা দখলে রাখল তৃণমূল। ১৬ ওয়ার্ডের এই পুরসভার ১৪টি ওয়ার্ডেই জয়লাভ করেছে রাজ্যের শাসক দল। অন্য ২টি আসনের মধ্যে একটিতে ফরওয়ার্ড ব্লক ও একটিতে নির্দল প্রার্থী জয়লাভ করেন। ১ নম্বর ওয়ার্ড দখল করেছে ফরওয়ার্ড ব্লক। অন্যদিকে ৮ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে নির্দল প্রার্থী। ভোটে একটি আসন না পেলেও ৬টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। ফল ঘোষণার পর ২টি ওয়ার্ডে হারের জন্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং আশিস বন্দ্যোপাধ্যায়কে দায়ি করেন জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। এনিয়ে জেলা কমিটির বৈঠকে আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি।
দুর্গাপুর
কুপার্স ক্যাম্প ও হলদিয়ার পাশাপাশি বিরোধী শূন্য দুর্গাপুর পুরসভা। ৪৩টির মধ্যে সবকটিতেই জয়ী রাজ্যের শাসক দল। আজ ৪২টি ওয়ার্ডের ভোটগণনা করা হয়। একটি ওয়ার্ডে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল কংগ্রেস। পুরভোট ঘিরে অশান্তির জেরে আজ গণনা বয়কট করেছিল বামেরা।
ধূপগুড়ি
ধূপগুড়ি পুরসভার দখলে রাখল তৃণমূল। ১৬ ওয়ার্ডের এই পুরসভায় ১২টি আসনেই জয়লাভ করেছে রাজ্যের শাসকদল। ৪টি ওয়ার্ড দখল করেছে বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থীরা ১, ৮, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন। ২০১২-র নির্বাচনে ১টি আসন দখল করেছিল বিজেপি। বামেদের ভোট পেয়ে যাওয়াতেই গেরুয়া শিবিরের আসন বেড়েছে বলে ফল ঘোষণার পর মন্তব্য করেন মন্ত্রী গৌতম দেব।
বুনিয়াদপুর
প্রথমবারের ভোটই বুনিয়াদপুর পুরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। ১৪ আসনের এই পুরসভায় ১৩টি ওয়ার্ডই দখল করেছে রাজ্যের শাসক দল। ১২ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী
কুপার্স ক্যাম্প
সমস্ত ওয়ার্ডে জিতে কুপার্স ক্যাম্প পুরসভা দখলে রাখল তৃণমূল। ১২ ওয়ার্ডের এই পুরসভায় ১১টি আসনে ভোট হয়েছিল। আগেই ৬ নম্বর ওয়ার্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল রাজ্যের শাসকদল।
পুরভোটে তৃণমূল ঝড়, সাতে সাত জোড়াফুল, প্রভাব ফেলতেও ব্যর্থ বিরোধীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Aug 2017 07:48 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -