IND U19 vs AUS U19 Live: ৯৬ রানে ক্যাঙ্গারু বধ, যুব বিশ্বকাপের ফাইনালে ভারত

IND U19 vs AUS U19 Semi Final Match: সেমিতে সামনে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের শুরুত করোনা আক্রান্ত হয়েছিলেন অধিনায়ক যশ সহ আরো ৩ ক্রিকেটার। কিন্তু তাঁরা প্রত্যেকেই ধীরে ধীরে সেরে উঠেছেন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 03 Feb 2022 01:42 AM

প্রেক্ষাপট

অ্যান্টিগা:  যুব বিশ্বকাপের সেমিতে (semifinal) পৌঁছে গিয়েছে ভারতীয় দল। বাংলাদেশকে (bangladesh) হারিয়ে শেষ চারে পৌঁছেছিল যশ ধূলের (yash dhull) দল। সেমিতে সামনে অস্ট্রেলিয়া (australia)। টুর্নামেন্টের শুরুত করোনা আক্রান্ত হয়েছিলেন অধিনায়ক...More

IND U19 vs AUS U19 Semi Final: অজি বধ করে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৯৬ রানে হারিয়ে দিল তারা।