IND U19 vs AUS U19 Live: ৯৬ রানে ক্যাঙ্গারু বধ, যুব বিশ্বকাপের ফাইনালে ভারত

IND U19 vs AUS U19 Semi Final Match: সেমিতে সামনে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের শুরুত করোনা আক্রান্ত হয়েছিলেন অধিনায়ক যশ সহ আরো ৩ ক্রিকেটার। কিন্তু তাঁরা প্রত্যেকেই ধীরে ধীরে সেরে উঠেছেন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 03 Feb 2022 01:42 AM
IND U19 vs AUS U19 Semi Final: অজি বধ করে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৯৬ রানে হারিয়ে দিল তারা।

IND U19 vs AUS U19 Semi Final: যুব বিশ্বকাপের ফাইনালে পৌঁছোতে ভারতের চাই ১ উইকেট

৯ উইকেটের পতন অস্ট্রেলিয়া। আর মাত্র ১ উইকেট তুলে নিলেই যুব বিশ্বকাপের ফাইনালে চলে যাবে ভারত। 

IND U19 vs AUS U19 Semi Final: অস্ট্রেলিয়ার অষ্টম উইকেটের পতন

অষ্টম উইকেটের পতন অস্ট্রেলিয়ার। ম্যাচে নিজের প্রথম উইকেট নিলেন কৌশল তাম্বে।

IND U19 vs AUS U19 Semi Final: অস্ট্রেলিয়ার সপ্তম উইকেটের পতন

১২৫ রান বোর্ডে তুলতেই ৭ উইকেট খুঁইয়ে বসল অস্ট্রেলিয়া। ফাইনালের আরো কাছে ভারত।

IND U19 vs AUS U19 Semi Final: ভিকির ঝুলিতে দ্বিতীয় উইকেট

একের পর এক উইকেট হারাচ্ছে অস্ট্রেলিয়া। ষষ্ঠ উইকেটের পতন অজিদের। 

IND U19 vs AUS U19 Semi Final: ফের আঘাত সিন্ধুর, ৫ উইকেটের পতন অজিদের

অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটের পতন। নিজের দ্বিতীয় উইকেট তুলে নিলেন নিশান্ত সিন্ধু।

IND U19 vs AUS U19 Semi Final: অজিদের চতুর্থ উইকেটের পতন

পরপর উইকেটের পতন। নিশান্ত সিন্ধু তুলে নিলেন অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেট। 

IND U19 vs AUS U19 Semi Final: অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটের পতন

আবার সাফল্য ভারতের। তৃতীয় উইকেটের পতন অস্ট্রেলিয়ার। উইকেট পেলেন স্পিনার ভিকি অস্টওয়াল।

IND U19 vs AUS U19 Semi Final: অস্ট্রেলিয়ার স্কোর ৭১/২

দ্বিতীয় উইকেটের পতন অস্ট্রেলিয়ার। এবার আঘাত হানলেন আংক্রিশ রঘুবংশী। 

IND U19 vs AUS U19 Semi Final: ১০ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৩৭/১

প্রথম ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে মাত্র ৩৭ রান বোর্ডে তুলল অস্ট্রেলিয়া।

IND U19 vs AUS U19 Semi Final: ৫ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১৩/১

প্রথম ৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেট হারিয়ে ১৩।

IND U19 vs AUS U19 Semi Final: অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন

অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন। আঘাত হানলেন ভারতের রবি কুমার। তিনি বাংলার ছেলে। 

IND U19 vs AUS U19 Semi Final: ব্যাট করতে নামলেন অজি ওপেনার জুটি

রান তাড়া করতে নামল অস্ট্রেলিয়া। ২৯১ রান করলেই ফাইনালের টিকিট পাবে অজিরা। 

IND U19 vs AUS U19 Semi Final: ফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ২৯১ রানের লক্ষ্যমাত্রা দিল ভারত

শেষ ১০ ওভারে ১০৮ রান বোর্ডে। ভারতের ইনিংস শেষ হল ৫ উইকেটের বিনিময় ২৯০ রানে।

IND U19 vs AUS U19 Semi Final: ভারতের পঞ্চম উইকেটের পতন

১৩ রানে প্যাভিলিয়নে ফিরলেন হাঙ্গারগেকর। ভারতের পঞ্চম উইকেটের পতন। 

IND U19 vs AUS U19 Semi Final: ৯৪ রানে আউট শাইক

টানা উইকেটের পতন ভারতের। শাইক রাশিদ ফিরলেন ৯৪ রান করেই। 

IND U19 vs AUS U19 Semi Final: রান আউট যশ

শতরানের পরই রান আউট। ১১০ রান করে প্যাভিলিয়নে ফিরলেন যশ ধূল। 

IND U19 vs AUS U19 Semi Final: শতরান যশ ধূলের

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি যশ ধূলের।

IND U19 vs AUS U19 Semi Final: দুশোর গণ্ডি পেরোলো ভারত

দুশোর গণ্ডি পেরােলো ভারত। যুব বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্য়াট করছে যশ ধূলের দল।

IND U19 vs AUS U19 Semi Final: অর্ধশতরান শাইক রাশিদেরও

যশের পর এবার অর্ধশতরান হাঁকালেন শাইক রাশিদও। ২ উইকেটের বিনিময় দেড়শোর গণ্ডি পেরােলো ভারত।

IND U19 vs AUS U19 Semi Final: অর্ধশতরান রান ভারত অধিনায়ক যশ ধূলের

যুব বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশতরান রান ভারত অধিনায়ক যশ ধূলের

IND U19 vs AUS U19 Live: ২৭ ওভারে ভারতের স্কোর ২ উইকেটের বিনিময় ৯৩

সাবলীল ব্যাটিং করে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছেন যশ ধূল ও সহ অধিনায়ক সাইক রাশিদ।

IND U19 vs AUS U19 Semi Final: ২০ ওভারে ভারতের স্কোর ৬৬/২

প্রথম ২০ ওভারে ২ উইকেট হারিয়ে বোর্ডে ৬৬ রান তুলে নিল যুব ভারতীয় ক্রিকেট দল।

IND U19 vs AUS U19 Live: দলীয় ৩৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারাল ভারত

ভারতের দ্বিতীয় উইকেটের পতন। ১৬ রানে আউট হরনূর সিংহ।

IND U19 vs AUS U19 Semi Final: প্রথম ১০ ওভারে ভারতের স্কোর ৩৪/১

প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৪ রান বোর্ডে তুলে নিল যুব ভারতীয় দল।

IND U19 vs AUS U19 Live: ১৬ রানের মাথায় প্রথম উইকেট হারাল ভারত

ভারতের প্রথম উইকেটের পতন। ৬ রানে প্য়াভিলিয়নে ফিরলেন অংক্রিশ রাঘুবংশী। 

IND U19 vs AUS U19 Semi Final: ৫ ওভারে ভারতের স্কোর ১৩/০

প্রথম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারতের স্কোর ১৩।

IND U19 vs AUS U19 Live: ওপেনে নামলেন অংক্রিশ ও হরনূর

ওপেনিংয়ে নামলেন অংক্রিশ রাঘুবংশী ও হরনূর সিংহ। প্রথম ওভারে ২ রান বোর্ডে তুলল ভারত।

IND U19 vs AUS U19 Semi Final: প্রথমে ব্যাটিং ভারতের

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারত। টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত যশ ধূলের।

প্রেক্ষাপট

অ্যান্টিগা:  যুব বিশ্বকাপের সেমিতে (semifinal) পৌঁছে গিয়েছে ভারতীয় দল। বাংলাদেশকে (bangladesh) হারিয়ে শেষ চারে পৌঁছেছিল যশ ধূলের (yash dhull) দল। সেমিতে সামনে অস্ট্রেলিয়া (australia)। টুর্নামেন্টের শুরুত করোনা আক্রান্ত হয়েছিলেন অধিনায়ক যশ সহ আরো ৩ ক্রিকেটার। কিন্তু তাঁরা প্রত্যেকেই ধীরে ধীরে সেরে উঠেছেন। ফলে অজিদের বিরুদ্ধে নিজেদের পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে ভারত (indian cricket team)। আগের বার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল। এবার সেই টাইগারদের হারিয়ে প্রতিশােধ নেওয়া হয়েছে। এবার লক্ষ্য অজি বধ। 


বাংলার পেসারের আগুনে স্পেলেই কোয়ার্টার ফাইনালে বিপর্যয় নেমেছিল বাংলাদেশ শিবিরে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শনিবার ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মাত্র ১১১ রান করে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের হয়ে আগুনে বোলিং করলেন বাংলার রবি কুমার। যাঁর প্রথম স্পেলের পরিসংখ্যান ৫-১-৫-৩। রবির প্রথম স্পেল বাংলাদেশ ব্যাটিংয়ের কোমর ভেঙে দেয়। পরপর ফিরে যান মেহফিজুল ইসলাম (২), ইফতেকার হোসেন (১) ও প্রান্তিক নাবিল (৭)। শেষ পর্যন্ত ৩৭.১ ওভারে মাত্র ১১১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১১৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ভারত ৫ উইকেট হারিয়ে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.