সেন্ট লুসিয়া: সিরিজের প্রথম দুটি টেস্টে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখালেও, তৃতীয় টেস্টের প্রথম দিনেই চাপে পড়ে গিয়েছে ভারতীয় দল। ক্যারিবিয়ান বোলারদের ভাল পারফরম্যান্সের ফলে রান করা কঠিন হয়ে গিয়েছে। ... উইকেটও খুইয়ে বসেছে ভারত। ফলে এই টেস্টে লড়াই জমবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। তাঁর এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দেন বোলাররা। দিনের তৃতীয় ওভারেই ব্যক্তিগত এক রানে ফিরে যান শিখর ধবন। এরপর তিন নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক বিরাট কোহলিও (৩) বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ১৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। এই অবস্থা থেকে লড়াই শুরু করেন দ্বিতীয় টেস্টে শতরান করা তরুণ ওপেনার লোকেশ রাহুল (৫০) ও অজিঙ্ক রাহানে (৩৩ অপরাজিত)। কিন্তু অর্ধশতরান করার পরেই আউট হয়ে যান রাহুল। লাঞ্চের সময় ভারতের রান ছিল ৩ উইকেটে ৮৭ রান।
দ্বিতীয় সেশনের শুরুতেই ফের উইকেট হারায় ভারত। চেতেশ্বর পূজারার বদলে এই টেস্টে সুযোগ পাওয়া রোহিত শর্মা মাত্র ৯ রান করেই ফিরে যান। এখন রাহানের সঙ্গে ক্রিজে আছেন সিরিজের প্রথম টেস্টে শতরান করা রবিচন্দ্রন অশ্বিন (৯ অপরাজিত)। ভারতের রান ৪ উইকেটে ১১৩।
ক্যারিবিয়ান বোলারদের দাপটে চাপে ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
09 Aug 2016 05:55 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -