দুবাই: আজ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচ ভারতের। এর আগে গতকাল হংকংয়ের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেয়েছে ভারত। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে কড়া টক্কর দিয়ে কার্যত অঘটন ঘটাতে বসেছিল ক্রিকেট বিশ্বে অচেনা অজানা দল হংকং। স্কোরবোর্ড যাই-ই বলুক না কেন, অনভিজ্ঞ হংকং ভারতকে সমস্ত বিভাগেই কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। বুঝিয়ে দিয়েছে, শক্তিশালী দলগুলিকেও মুশকিলে ফেলে দিতে তারা সক্ষম। গতকালের ম্যাচে ব্লু ব্রিগেডকে নাজেহাল করে ছেড়েছে হংকং। পাকিস্তানের বিরুদ্ধে মহারণের আগে হংকং ভারতীয় দলের খামতি ও দুর্বলতাগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতের এই নিষ্প্রভ পারফরম্যান্সে সমর্থকদের একাংশ আশঙ্কিত। যদিও হংকং ম্যাচে সেঞ্চুরির মাধ্যমে ফর্মে ফেরা শিখর ধবন আশ্বাস দিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে অন্য চেহারায় দেখা যাবে।
হংকংয়ের বিরুদ্ধে দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে শিখর বলেছেন, জসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ড্যকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিরুদ্ধে ওরা ফিরলে দলের চেহারা বদলে যাবে।
উল্লেখ্য, হংকংয়ের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে মাঠে নামেনি ভারত। বুমরাহ, কেএল রাহুল, হার্দিক, মণীশ পান্ডেকে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট।
ধবন বলেছেন, ভারত শক্তিশালী দল। তবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ সতর্ক থাকতে হবে। তিনি বলেছেন, হংকংয়ের বিরুদ্ধে প্রত্যাশামাফিক খেলতে না পারলেও ভারত শক্তিশালী দল। পাকিস্তানের বিরুদ্ধে শুরুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো শুরু করতে পারলে সুবিধাজনক জায়গায় চলে যাবে দল।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বুমরাহ, হার্দিকরা ফিরলে দলের চেহারা বদলে যাবে, হংকংয়ের বিরুদ্ধে কষ্টার্জিত জয়ের পর বললেন শিখর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Sep 2018 10:55 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -