মোহালি: আজ থেকে শুরু হতে চলেছে ভারত-আফগানিস্তান (India vs Afganistan) টি-টোয়েন্টি সিরিজ (T20 Series)। তিন ম্যাচে সিরিজ খেলতে ভারত সফরে এসেছে ইব্রাহিম জাদরানের নেতৃত্বাধীন আফগানিস্তান দল। বিশ্বকাপ ফাইনালের পর সাদা বলের ফর্ম্যাটে দেশের জার্সিতে ফের অধিনায়ক হিসেবে মাঠে ফিরছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তবে প্রথম টি-টোয়েন্টিতে ভারতীয় দল পাবে না বিরাট কোহলিকে (Virat Kohli)। বুধবার সাংবাদিক বৈঠকে এসে তা জানিয়ে দিলেন ভারতীয় দলের হেডকোচ রাহুল দ্রাবিড়। 


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত-বিরাট ফিরেছিলেন জাতীয় দলে। সিরিজে ভারত ড্র করলেও রানের বিচারে বেশ ভালই পারফর্ম করেছিলেন কিং কোহলি। তবে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কেন তিনি খেলবেন না, তা জানা যায়নি। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে ব্য়ক্তিগত কারণের জন্য প্রথম ম্যাচ থেকে নাম তুলে নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ম্য়াচের আগের দিনের অনুশীলনেও ছিলেন না রোহিত শর্মা। তবে দ্রাবিড় জানিয়ে দিয়েছেন যে, রোহিত ও জয়সওয়ালই ওপেনিং পজিশনে জুটি বাঁধবেন। 


কাদের ম্যাচ?


আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারত বনাম আফগানিস্তান মুখোমুখি হবে









ম্য়াচটি মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে





কখন শুরু?




ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭টা থেকে


কোথায় দেখবেন?


ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস ১৮ নেটওয়ার্ক চ্যানেলে


অনলাইন স্ট্রিমিং?


টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই সিরিজ


অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে জয়সওযাল ও গিল দুজনকেই ওপেনার হিসেবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। জয়সওয়াল ১৪ ইনিংসে ৪৩০ রান করেছেন। স্ট্রাইক রেট ১৫৯। অন্যদিকে গিল ৩৬৫ রান করেছেন। বিরাট কোহলি না থাকায় তিলক ভার্মার কাছে সুযোগ চলে আসতে পারে তিন নম্বর স্লটে নিজেকে প্রমাণ করার। এখনও পর্যন্ত এই পজিশনে ১৪ ইনিংসে ৩১০ রান করেছেন ১৪১ স্ট্রাইক রেটে। সূর্যকুমার যাদব না থাকায় চারে রিঙ্কু সিংহ উঠে আসবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও যে তিনি ভারতীয় স্কোয়াডে থাকবেন তা একপ্রকার নিশ্চিত। একাদশে উইকেট কিপার ব্যাটার হিসেবে সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা রয়েছেন। অভিজ্ঞতার দিক থেকে দেখতে গেলে স্যামসনের সুযোগ পাওয়া উচিত। তবে লোয়ার অর্ডারে আরও একজন পিঞ্চ হিটার চাইবে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে জিতেশকে দেখা যেতে পারে।