সিডনি: আজ টি ২০ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারতের অস্ট্রেলিয়া সফর। তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথম ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচে একটা বড়সড় নজির গড়ার হাতছানি ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মার সামনে। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ওভার বাউন্ডারির সেঞ্চুরি থেকে আর মাত্র চারটি ছক্কা দূরে রয়েছেন রোহিত।
টি ২০ তে রোহিতের ছক্কার সংখ্যা এখনও পর্যন্ত ৯৬। সবচেয়ে বেশি ওভার বাউন্ডারির তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি। তালিকায় সবার ওপরে ক্রিস গেইল। ৫৬ টি ২০ আন্তর্জাতিক ম্যাচে তাঁর ওভার বাউন্ডারির সংখ্যা ১০৩।
একই সংখ্যাক ওভার বাউন্ডারি হাঁকানোর রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকুলামের। ৭৫ টি ২০ ম্যাচে তাঁরও ওভার বাউন্ডারির সংখ্যা ১০৩।
তৃতীয় স্থানে ভারতের হিটম্যান। ৮৭ ম্যাচে তিনি মেরেছেন ৯৬ ছক্কা। টি ২০ তে তাঁর সংগ্রহ ২২০৭ রান। সংক্ষিপ্ততম ফর্ম্যাটে তিনিই বর্তমানে ভারতের সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান।
টি ২০ ফর্ম্যাটে এখনও পর্যন্ত সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান হলেন নিউজিল্যান্ডের মার্টিন গুপ্তিল। তাঁর রান ২২৭১। ওই রান অতিক্রম করতে রোহিতের প্রয়োজন ৬৫ রান।